গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলায় ২০২৫ সালের এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষা শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) পরীক্ষার প্রথম দিনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাসনিম আক্তারের নির্দেশনায় কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে পরীক্ষা কার্যক্রম পরিচালিত হয়।
পরীক্ষা সংক্রান্ত তথ্য:
মুকসুদপুর উপজেলায় মোট ৫টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। প্রথম দিনের পরীক্ষায় উপস্থিত ও অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা নিম্নরূপ:
এসএসসি:
মোট পরীক্ষার্থী: ২৭৬২ জন
উপস্থিত: ২৭৩৩ জন
অনুপস্থিত: ২৯ জনদাখিল:
মোট পরীক্ষার্থী: ৪৩৯ জন
উপস্থিত: ৪২০ জন
অনুপস্থিত: ১৯ জনএসএসসি (ভোকেশনাল):
মোট পরীক্ষার্থী: ১৬৩ জন
উপস্থিত: ১৬১ জন
অনুপস্থিত: ২ জন
সর্বমোট পরীক্ষার্থী: ৩৩৬৪ জন  
সর্বমোট অনুপস্থিত: ৫০ জন
পরিদর্শন ও পর্যবেক্ষণ:
পরীক্ষাকেন্দ্র পরিদর্শনে উপস্থিত ছিলেন:গোপালগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ কামরুজ্জামান ,অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) সালমা পারভীন ,এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সেগবাতুল্লাহ, মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনিম আক্তার  ।
জেলা প্রশাসক মুহাম্মদ কামরুজ্জামান জানান, “শিক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারে, সে জন্য প্রতিটি কেন্দ্রে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে এবং পরীক্ষা পরিবেশ ছিল শান্তিপূর্ণ।”
 
কালের সমাজ// এ.জে

                                                
            
         
                    
                    
                    
                    
                    
                    
                    
                    
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
          
আপনার মতামত লিখুন :