বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি`র) মুকসুদপুর উপজেলার জলিরপাড় ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (১১ এপ্রিল) জলিরপার পুরাতন বাস স্টান্ডে জলিরপাড় ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার জলিরপাড় ইউনিয়ন বিএনপি আয়োজিত অনুষ্ঠানে, জলিরপার ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মোঃ আজগর আলীর সঞ্চালনায় এবং সবাপতি বাবু অংশু বৈরাগির সভাপতিত্বে
কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারিকুল ইসলাম রাজু সাধারণ সম্পাদক মুকসুদপুর উপজেলা বিএনপি, সিনিয়র সহসভাপতি সোহরাব শেখ, সহসভাপতি আউয়াল ফকির, মোঃ হিরু মিয়, চিন্তা হরণ মন্ডল সাংগঠনিক সম্পাদক সাইদুর ইসলাম সাইদ, বাবু ননী গোপাল, যুগ্ম সম্পাদক নিয়ামুল হাসান মনির, আব্দু হক, দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ূম শরীফ, সহ দপ্তর সম্পাদক মোঃ মুস্তাফিজুর রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, সহ বিভিন্ন ইউনিয়ন ও স্থানীয় নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শেষে জলিরপাড় ইউনিয়ন বিএনপি কমিটি বিলুপ্তি ঘোষণা করা হয়।
কালের সমাজ// এ.জে

                                                
            
         
                    
                    
                    
                    
                    
                    
                    
                    
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
          
আপনার মতামত লিখুন :