ঢাকা মঙ্গলবার, ০৪ নভেম্বর, ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২

পূর্বাচল উপশহরে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

কালের সমাজ ডেস্ক | এপ্রিল ১২, ২০২৫, ০৪:১৭ পিএম পূর্বাচল উপশহরে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে দেলোয়ার হোসেন নয়ন (৪০) নামে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে রূপগঞ্জ থানা পুলিশ ।

 শনিবার (১২ এপ্রিল) উপজেলার পূর্বাচল উপশহরের ১নং সেক্টর নীলা মার্কেট এলাকার একটি পরিত্যাক্ত প্লট থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

নিহত দেলোয়ার হোসেন নয়ন কিশোরগঞ্জ জেলার শুলাকিয়া গ্রামের আবু সাঈদ মিয়ার ছেলে। 

তাকে উপর্যপুরি ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছেন পুলিশ। ঘটনাস্থল থেকে হত্যাকান্ডে ব্যবহৃত ছুরিটিও উদ্ধার করা হয়। 

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) লিয়াকত আলী জানান, রাতের যে কোন সময় দূর্বৃত্তরা তাকে অন্যত্র অথবা ঘটনাস্থলে এনে এলোপাতাড়ি ছুরিকাঘাতে হত্যার পর ফেলে যায়। সকালে এলাকাবাসী তার মৃতদেহ পরে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।

মরদেহের পাশ থেকে একটি রক্তমাখা ছোরা উদ্ধার করা হয়েছে। নিহতের প্যান্টের পকেট থেকে জাতীয় পরিচয়পত্র পেয়ে তারা পরিচয় সনাক্ত করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

 

কালের সমাজ// এ.জে

Side banner

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!