ছাত্র-জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে ২০২৩ সালের ৫ আগস্ট শহীদ হওয়া সাদ হোসেনের স্মৃতিকে অমর করে রাখতে তার নামে রাস্তার নামকরণ ও নির্মাণ কাজের উদ্বোধন করেছে ধামরাই পৌরসভা।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ধামরাই পৌরসভার ০১ নম্বর ওয়ার্ডের ধামরাই কালামপুর সড়ক থেকে কান্দিকুল পর্যন্ত এবং আইঙ্গন কবরস্থান পর্যন্ত দুটি সড়কের নির্মাণ কাজ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামনুন আহমেদ অনীক।
উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হাসান অভি, স্বেচ্ছাসেবক দল নেতা রাশেদ মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী হাবিবুর রহমান হাবিবসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পৌরসভা সূত্রে জানা গেছে, শহীদ সাদের স্মৃতিকে ধারণ করে ‘জুলাই ২৪ - শহীদ সাদ সড়ক’ নামকরণের মাধ্যমে দুটি সড়কের নির্মাণ কাজ শুরু করা হয়েছে। কাজ সম্পন্ন হলে এ এলাকার দীর্ঘদিনের জনদুর্ভোগ লাঘব হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মামনুন আহমেদ অনীক বলেন, “জুলাই-আগস্ট গণআন্দোলনে শহীদদের স্মৃতিরক্ষা আমাদের কর্তব্য। শহীদ সাদের নামে এ রাস্তার কাজ দ্রুত শেষ করে জনগণের সুবিধার্থে উন্মুক্ত করা হবে। প্রশাসন ধামরাইয়ের সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”
কালের সমাজ// এ.জে

                                                
            
         
                    
                    
                    
                    
                    
                    
                    
                    
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
          
আপনার মতামত লিখুন :