ঢাকা সোমবার, ১৪ জুলাই, ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

সরিষাবাড়ী‍‍`র ভাটারা ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

কবীর আহমেদ, সরিষাবাড়ী প্রতিনিধি এপ্রিল ২০, ২০২৫, ১১:১৩ এএম সরিষাবাড়ী‍‍`র ভাটারা ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

মাদক, জুয়া, চুরি, ছিনতাই, বাল্যবিবাহ, চাঁদাবাজি ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ভাটারা ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। ৬ নং ভাটারা ইউনিয়ন বিট পুলিশিং কমিটি এর আয়োজনে ১৯ এপ্রিল শনিবার  ভাটারা স্কুল এ্যান্ড কলেজ মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। 

এতে সরিষাবাড়ী থানা‍‍`র দ্বিতীয় অফিসার বিকাশ সরকারের সঞ্চালনায় ও অফিসার ইনচার্জ মোঃ চাঁদ মিয়া‍‍`র সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালপুর জেলা পুলিশ সুপার সৈয়দ মোঃ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালপুর জেলা বিএনপি‍‍`র সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম, জামালপুর জেলা জামায়াতের সেক্রেটারী এড. আব্দুল আওয়াল, জেলা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইয়াহিয়া আল মামুন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন জেলা সভাপতি এড. আছিমুল ইসলাম, উপজেলা জামায়াতের সেক্রেটারী  মাওঃ মুহাম্মদ মনির উদ্দীন, ভাটারা ইউনিয়ন বিএনপি‍‍`র সভাপতি এড. হুমায়ুন কবির খান, সাধারণ সম্পাদক আঃ করিম মুসুল্লী, ভাটারা ইউনিয়ন বিএনপি‍‍`র সাবেক সভাপতি হারুন অর রশিদ খাঁন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব সাবের হোসেন বিপুল প্রমুখ। এছাড়া ভাটারা স্কুল এ্যান্ড কলেজের একজন ছাত্র ও একজন ছাত্রী বক্তব্য পেশ করেন।

প্রধান অতিথি পুলিশ সুপার বলেন, পুলিশ জনগণের বন্ধু। জনগনের জান মালের নিরাপত্তায় পুলিশ আপ্রাণ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা চাই অপরাধমুক্ত সুন্দর সমাজ গড়তে। যেখানেই আপনারা মাদক ব্যবসা, চাঁদাবাজি‍‍`র খবর পাবেন, গোপনে আমাদের জানাবেন। আমরা দ্রুত এর বিরুদ্ধে ব্যবস্থা নিব। তারা যেই হোক না কেন, পুলিশ তাদের বিরুদ্ধে একশন নিতে দ্বিধাবোধ করবে না। 

সভায় জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম বলেন, ছাত্র-জনতার আন্দোলনে এদেশ থেকে ফ্যাঁসিবাদের প্রধান শেখ হাসিনা ও তার দোসরেরা পালিয়ে গেছে। তাদের অপকর্মের কারণেই মানুষ তাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। ফ্যাঁসিবাদের অনেক দোসরেরা এখনও বিভিন্ন অপকর্ম করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাদের আইনের আওতায় নিয়ে আসতে হবে।

জেলা জামায়াতের সেক্রেটারী এড. আব্দুল আওয়াল বলেন, সুন্দর একটি সমাজ গড়তে মাদক, চুরি, ছিনতাই, সন্ত্রাস ও চাঁদাবাজি মুক্ত থাকতে হবে সবাইকে। মনের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে তাহলে তার দ্বারা কোন অপরাধ সংগঠিত হতে পারে না। পরকালীন বিচারের ভয়ই আমাদের সব ধরনের অপরাধ থেকে বিরত রাখতে পারে। সর্বোপরি অপরাধী যেই হোক না কেন তাকে বিচারের আওতায় আনতে হবে।

 

কালের সমাজ// স.জা.প্র//এ.জে

Side banner

পথে-প্রান্তরে বিভাগের আরো খবর

Link copied!