ঢাকা মঙ্গলবার, ০৫ আগস্ট, ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২

সাবেক ডিএমপি কমিশনারের ক্যাশিয়ার ও ভাগ্নে গ্রেপ্তার

মিয়া মোরাদ, স্টাফ রিপোর্টার এপ্রিল ২১, ২০২৫, ০৬:১৩ এএম সাবেক ডিএমপি কমিশনারের ক্যাশিয়ার ও ভাগ্নে  গ্রেপ্তার

সাবেক ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়ার ক্যাশিয়ার ও ভাগ্নে ইব্রাহিম শেখ ওরফে ‘কলম মেম্বার’কে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২০ এপ্রিল) দুপুরে ফরিদপুর শহরের আদালতপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদুজ্জামান। তিনি জানান, কোতোয়ালি থানায় হওয়া দ্রুত বিচার আইনের একটি মামলায় এজাহারনামীয় ২৯ নম্বর আসামি হিসেবে ইব্রাহিম শেখের নাম রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে নাশকতা, হত্যা চেষ্টাসহ একাধিক থানায় মামলা আছে।

কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) ফাহিম ফয়সাল তরফদার বলেন, “দুপুর দেড়টার দিকে শহরের আদালতপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে একজন পেশাদার জুয়াড়ি, মাদক ব্যবসায়ী এবং সন্ত্রাসী। তার বিরুদ্ধে আরও মামলা আছে কি না, তা যাচাই-বাছাই চলছে।”

পুলিশ সূত্র জানিয়েছে, ইব্রাহিম শেখ স্থানীয় রাজনীতির পাশাপাশি কেন্দ্রীয় তাঁতীলীগের সদস্য হিসেবে পরিচিত। একই সঙ্গে তিনি সাবেক কমিশনার আছাদুজ্জামান মিয়ার ব্যক্তিগত ক্যাশিয়ার ও ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। এলাকার আধিপত্য বিস্তার, জমি-দোকান দখল, চাঁদাবাজি, সালিসের নামে টাকা আদায়সহ নানা অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

স্থানীয় সূত্র জানায়, আছাদুজ্জামান মিয়া তাকে ভোট কারচুপির মাধ্যমে গোপালপুর ইউনিয়নের মেম্বার বানান। কিন্তু অনিয়ম ও দুর্নীতির দায়ে শেষ পর্যন্ত বরখাস্ত করা হয় তাকে।

অভিযোগ রয়েছে, আছাদুজ্জামান মিয়ার হয়ে ইব্রাহিম শেখ এলাকায় জমি দখল, প্রতিপক্ষকে দমন ও অবৈধ অর্থপাচারের কাজে জড়িত ছিলেন। গাজীপুরের শ্রীপুর উপজেলার কেওয়া মৌজায় তার নামে রয়েছে ১৬০ শতাংশ জমি, যার বাজারমূল্য প্রায় পাঁচ কোটি টাকা। প্রকৃতপক্ষে, এই জমির মালিকানা সাবেক ডিএমপি কমিশনারের বলে জানা গেছে।

তাছাড়া ‍‍`সবুজ ছায়া‍‍` নামে একটি ঋণদান সংস্থা পরিচালনা করেন ইব্রাহিম শেখ, যেখানে প্রায় ১০ কোটি টাকার বিনিয়োগ রয়েছে। এই সংস্থার পেছনে মূল অর্থের উৎস আছাদুজ্জামান মিয়ার অবৈধ সম্পদ বলেই ধারণা করা হচ্ছে।

অনুসন্ধানে আরও জানা যায়, ঢাকার খিলগাঁও থানায় ১৪৪ নম্বর আসামি হিসেবে ইব্রাহিম শেখের বিরুদ্ধে একটি হত্যাচেষ্টার মামলা রয়েছে, যা ২০২৫ সালের ২০ জানুয়ারি দায়ের হয়। এছাড়াও, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় আন্দোলন দমন করতে অর্থায়ন ও অস্ত্র সরবরাহের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

পুলিশ জানিয়েছে, তাকে আদালতে তোলা হবে এবং পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হবে।

 

কালের সমাজ//মো. রি //এ.জে

Side banner

পথে-প্রান্তরে বিভাগের আরো খবর

Link copied!