গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলা পরিষদের পক্ষ থেকে স্থানীয় খেলোয়াড়দের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার (২১ এপ্রিল) বিকালে উপজেলা পরিষদ মাঠে বিশিষ্ট ক্রীড়া সংগঠক, পান্নু ফুটবল স্পোর্টিং ক্লাবের সভাপতি সাইফুল ইসলাম পান্নু`র হাতে ক্রীড়া সামগ্রী তুলে দেন, মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার তাসনিম আক্তার।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুবউন্নয়ণ অফিসার সায়েদ উদ্দিন আহমেদ, মুকসুদপুর উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ূম শরীফ, মুকসুদপুর উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মেহেদী হাসান বিপ্লব, মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি সিরু মিয়া, দপ্তর সম্পাদক দেলোয়ার মিয়া, মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির দপ্তর সম্পাদক বাদশা মিয়া, সাংবাদিক আরিফিন মুক্তা, পান্নু ফুটবল স্পোর্টিং ক্লাবের ম্যানেজার এনায়েত হোসেন শান্ত, ও প্রশিক্ষক শামসুল আলম রিপন।
এসব ক্রীড়া সামগ্রীর মধ্যে রয়েছে ২ টি ফুটবল, ৩ টি ক্রিকেট ব্যাট, ৩ টি টেনিস বল, ১ ডজন স্কচটেপ, ৬টি স্ট্যাম্প, ১২ পিচ ইনার গ্লাভস, ও একজোড়া কিপিং গ্লাভস।
কালের সমাজ// মু.গো .প্র//এ.জে

                                                
            
         
                    
                    
                    
                    
                    
                    
                    
                    
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
          
আপনার মতামত লিখুন :