ঢাকা মঙ্গলবার, ০৪ নভেম্বর, ২০২৫, ২০ কার্তিক ১৪৩২

বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত

কালের সমাজ ডেস্ক | এপ্রিল ২৭, ২০২৫, ১২:২৪ পিএম বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। রোববার (২৭ এপ্রিল) ভোরে মহেশপুর সীমান্তের মধুপুর গ্রামের ওপারে ভারতের অংশে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন মোহাম্মদ মিকাইল (২২) ও মো. ওবায়দুল (২৩), যাঁরা গোপালপুর গ্রামের বাসিন্দা ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার ভোরে সীমান্তের যাদবপুর গ্রামের ওপার থেকে গুলির শব্দ শোনা যায়। পরে গ্রামবাসী সীমান্তের কাছে গিয়ে ভারতের অংশে দুটি মরদেহ পড়ে থাকতে দেখেন।

এ ঘটনার পর মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন মনিরা নিহতদের সম্পর্কে নিশ্চিত করেন।

 

কালের সমাজ//এ.স//এ.জে

Side banner

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!