ঢাকা সোমবার, ০৩ নভেম্বর, ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২

ট্রেন চালুর দাবিতে লালমনিরহাটে সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

কালের সমাজ ডেস্ক | এপ্রিল ২৮, ২০২৫, ০২:০৮ পিএম ট্রেন চালুর দাবিতে লালমনিরহাটে সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

বুড়িমারী স্টেশন থেকে সরাসরি ঢাকা রুটে ট্রেন চালুর দাবিতে লালমনিরহাটের হাতীবান্ধা মেডিকেল মোড়ে সড়ক অবরোধ করেছেন স্থানীয়রা। সোমবার (২৮ এপ্রিল) সকাল থেকে মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ শুরু হয়, ফলে দূরপাল্লার বাস ও ট্রাকসহ সব ধরনের ভারী যান চলাচল বন্ধ হয়ে গেছে।


অবরোধকারীরা অভিযোগ করেন, ‘বুড়িমারী এক্সপ্রেস’ নামকরণ করা হলেও ট্রেনটি বুড়িমারী স্টেশন থেকে সরাসরি ঢাকা রুটে চলাচল করছে না, যা স্থানীয়দের সঙ্গে প্রতারণার শামিল। তারা অবিলম্বে ট্রেন চলাচল নিশ্চিত করার দাবি জানান এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।


এর আগে, একই দাবিতে গত ২১ এপ্রিল থেকে হাতীবান্ধা-পাটগ্রামের সড়ক ও রেলপথ অবরোধ করেন স্থানীয়রা। এর ফলে লালমনিরহাট-বুড়িমারী রুটের চারটি উপজেলায় টানা আট দিন ধরে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।


উল্লেখ্য, ২০২৩ সালের ১২ মার্চ ‘বুড়িমারী এক্সপ্রেস’ আন্তঃনগর ট্রেনটির আনুষ্ঠানিক উদ্বোধন হয়। তবে দীর্ঘ এক বছরেও বুড়িমারী স্টেশন থেকে সরাসরি ঢাকায় ট্রেন চলাচল শুরু হয়নি, ফলে পাটগ্রাম, হাতীবান্ধা, কালীগঞ্জ ও আদিতমারী উপজেলার সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছেন।

কালের সমাজ//র.ন

Side banner

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!