তীব্র তাপপ্রবাহের মধ্যে এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের স্বস্তি দিতে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল টুঙ্গিপাড়া উপজেলা শাখা।
মঙ্গলবার দুপুরে খান সাহেব শেখ মোশাররফ হোসেন স্কুল অ্যান্ড কলেজ পরীক্ষা কেন্দ্রে এই উদ্যোগ গ্রহণ করা হয়।প্রায় এক হাজার পরীক্ষার্থীর মাঝে পানি ও স্যালাইন বিতরণ করা হয়।
পরীক্ষার্থীরা জানান, তিন ঘণ্টার পরীক্ষার পর তীব্র গরমে গলা শুকিয়ে যাওয়ায় এই উদ্যোগ তাদের বড় স্বস্তি এনে দিয়েছে। তারা ছাত্রদলের এই মানবিক কার্যক্রমের প্রশংসা করেন।
পরীক্ষা কেন্দ্রে দায়িত্ব পালনকারী দুই শিক্ষক ছাত্রদলের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, “তাপপ্রবাহে শিক্ষার্থীরা কিছুটা হলেও স্বস্তি পেয়েছে। প্রতিটি পরীক্ষা কেন্দ্রে এমন উদ্যোগ গ্রহণ করা হলে শিক্ষার্থীদের জন্য আরও ভালো হবে।
টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইসমাইল হোসেন জানান, কেন্দ্রীয় ছাত্রদলের কর্মসূচির অংশ হিসেবে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এসএম জিলানীর নির্দেশে এই কার্যক্রম পরিচালিত হয়েছে। তিনি বলেন, “অতিরিক্ত গরমে শিক্ষার্থীদের স্বস্তি দিতে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। শিক্ষার্থীদের পাশে থেকে ছাত্রদল সবসময় বন্ধুসুলভ আচরণ করবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আব্দুর রহিমসহ অন্যান্য নেতাকর্মীরা। ছাত্রদল জানায়, ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
কালের সমাজ//গো.প্র//এ.জে
আপনার মতামত লিখুন :