ঢাকা মঙ্গলবার, ১৩ মে, ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

ইয়াং এগ্রিকালচার ক্যাডার অফিসার্স ফোরামের নতুন কমিটি গঠন

কালের সমাজ সুমন গাজী, বাকৃবি প্রতিনিধি মে ১৩, ২০২৫, ১২:৫২ পিএম ইয়াং এগ্রিকালচার ক্যাডার অফিসার্স ফোরামের নতুন কমিটি গঠন

বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) কৃষি ক্যাডারের তরুণ কর্মকর্তাদের (নবম গ্রেড) নিয়ে ‍‍`ইয়াং এগ্রিকালচার ক্যাডার অফিসার্স ফোরাম‍‍` নামের নতুন সংগঠনের ৪১ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়েছে।

 

এতে সভাপতি হিসেবে কৃষিবিদ মোঃ এমাজ উদ্দিন এবং সাধারণ সম্পাদক হিসেবে কৃষিবিদ মো. মাইনউদ্দিন সাআদ নির্বাচিত হয়েছেন। এছাড়া সহসভাপতি হিসাবে মো. জহির রায়হান, যুগ্ম সাধারণ সম্পাদক এম. আসাদুজ্জামান অভি ও মো. আব্দুল হাই, কোষাধ্যক্ষ হিসাবে মো. হাতেম আলী, সাংগাঠনিক সম্পাদক হিসাবে মো. আবরারুল হক এবং দপ্তর সম্পাদক হিসাবে মো. তাজুল ইসলাম নির্বাচিত হয়েছেন।

 

এছাড়াও প্রধান সমন্বয়ক হিসাবে তাহসীন তাবাসসুম সুবহা, মো. হুমায়ুন কবির, সমন্বয়ক হিসাবে মো. শামসুদ্দোহা, শিরিনা আক্তার, নিজাম উদ্দিন, এবিএম জহুরুল হক, মাজহারুল ইসলাম, মো. শাহজামাল, সহ-সাংগঠনিক মো. আরিফুল ইসলাম, উপ-কোষাধ্যক্ষ রায়হানুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক- জাহিদ কামাল, কৃষি, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক-দেবাশীষ কর, সহ-দপ্তর সম্পাদক- মো. রায়হান কবির, প্রচার সম্পাদক-মো. কামরুজ্জামান, সহ-প্রচার সম্পাদক- সাজেদুল ইসলাম, নারী বিষয়ক সম্পাদক- তাসনিম সাইকি, সহ-নারী বিষয়ক সম্পাদক-স্বর্ণা সাহা টুসি, প্রকাশনা বিষয়ক সম্পাদক-মাহফুজুর রহমান মিল্টন, ধর্ম বিষয়ক সম্পাদক- মো. সোহেল রানা, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক- এস এম আরেফিন বিন আমিন, ক্রীড়া সম্পাদক- মো. রাশেদ সরকার, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক- মোসাব্বেরুল ইসলাম এবং কার্যনির্বাহী সদস্য হিসাবে ফরহাদ জামান, সৈয়দা ইসরাত জাহান, মো. ইমতিয়াজ জাহান খান, মো. আবু সাইদ, মো. মাজেদুল ইসলাম, মোহাম্মদ হাফিজুর রহমান, মো. হাদিসুর রহমান, হুমায়ুন কবীর, সুষময় ভৌমিক, শিবলী সাব্বির ও মো. গোলাম মোস্তফা নির্বাচিত হয়েছেন।

 

রবিবার রাজধানীর খামারবাড়ির তুলা ভবনে ‍‍`ইয়াং এগ্রিকালচার ক্যাডার অফিসার্স ফোরাম‍‍` এর ব্যানারে বিসিএস (কৃষি) ক্যাডারের কৃষি সম্প্রসারণ অফিসার ও সমমান অফিসারদের এক সম্মেলন অনুষ্ঠিত হয়।

 

উক্ত সম্মেলনটি ফোরামের আহবায়ক কমিটির সিনিয়র সদস্য ও কৃষি সম্প্রসারণ অফিসার মো. ইমতিয়াজ জাহান খান সভাপতিত্ব করেন। এছাড়া আহবায়ক কমিটির অন্যান্য সদস্য হলেন মো. আবু সাইদ, মো. হাতেম আলী, এবিএম জহুরুল হক, মাজহারুল ইসলাম, স্বর্ণা সাহা টুসি ও মো. সাজেদুল ইসলাম।  

 

সম্মেলনে বিসিএস (কৃষি) ক্যাডারের ৩৮তম ব্যাচ হতে ৪৩ তম ব্যাচের প্রায় তিন শতাধিক তরুন অফিসার স্বশরীরে এবং অনলাইনে অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে সকল সদস্যদের মতামতের ভিত্তিতে ফোরামের নতুন কমিটি ঘোষনা করা হয়। 
 

ফোরামের নতুন সভাপতি মোঃ এমাজ উদ্দিন বলেন, ‍‍`ফোরামের লক্ষ্য হলো তরুণ কৃষি কর্মকর্তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, পারস্পরিক সহযোগিতা, কৃষি খাতের উন্নয়ন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের রিভিজিট বাস্তবায়নসহ বাংলাদেশের কৃষি ও কৃষকের উন্নয়ের জন্য সক্রিয় ভূমিকা পালন।‍‍`

 

ফোরামের নতুন সাধারণ সম্পাদক মো. মাইনউদ্দিন সাআদ বলেন, ‍‍`আমরা দেশের বিভিন্ন অঞ্চলে কর্মরত তরুণ কৃষি কর্মকর্তাদের একত্রিত করে একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তুলতে চাই, যা দেশের কৃষি খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।‍‍`

 

কালের সমাজ/সু.গা./ সাএ

 

 

Side banner