"তাদের দেখি নাই"
যেদিন রাজপথ জ্বলেছিল আগুনে,
হাতে ছিল মশাল, চোখে ছিল ক্ষোভ,
পিছনে তাকিয়ে দেখি—
তাদের কেউ নাই, একটাও ছায়া নাই।
আমি স্লোগানে ভেঙেছি নিঃশব্দ রাত,
তারা দিয়েছে শুধু দুইটা স্ট্যাটাস,
কীবোর্ডের বুকে সাহসী মুখোশ,
বাস্তবে নিঃশব্দ, নিঃস্পন্দ, নীরব।
আজ তারা চায় নেতৃত্ব, চায় রাজত্ব,
চায় ছায়ায় দাঁড়িয়ে নিতে কৃতিত্ব,
ভুলে যায়, কাঁধে কাঁধ রেখে লড়েনি তারা,
তারা ছিলো না, তারা কোনোদিন ছিলো না।
আমি ছিলাম পথে, শীতের রাতে,
আমি দেখেছি ভাঙা চোখে অমানবতা,
তারা এসেছিলো না, শুধু স্ক্রলে ভালোবাসা,
আজ তারা নেতা—হাস্যকর রাজা!
মাহজেরিন নদীয়া বিন্দু
বিভাগ : বিজ্ঞান
পলাশ থানা সেন্ট্রাল কলেজ
আপনার মতামত লিখুন :