ব্যাংক থেকে ঋণ নিয়ে কিংবা টাকা ছাপিয়ে বাজেট বাস্তবায়নের পথে হাঁটবে না অন্তর্বর্তীকালীন সরকার—এমন সাফ বার্তা দিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, নতুন অর্থবছরের বাজেট হবে বাস্তবভিত্তিক, অপ্রয়োজনীয় মেগা প্রকল্প বাদ দিয়ে সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা হবে।
মঙ্গলবার (১৩ মে) সচিবালয়ে সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
ড. সালেহউদ্দিন বলেন, “আমরা বাস্তবভিত্তিক এডিপি নেবো। বড় বড় মেগা প্রকল্পে ধার করে বাজেট বাস্তবায়ন করবো না। ব্যাংক থেকে ঋণ নেবো না, টাকা ছাপাবো না। সামান্য ঘাটতি থাকলেও তা আমরা আন্তর্জাতিক সংস্থা, যেমন আইএমএফ ও বিশ্বব্যাংকের সঙ্গে আলোচনার মাধ্যমে পূরণের উদ্যোগ নিচ্ছি।”
এ সময় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিভক্তি প্রসঙ্গেও কথা বলেন অর্থ উপদেষ্টা। সাংবাদিকদের প্রশ্নে তিনি জানান, এনবিআর ভাঙায় রাজস্ব আদায়ে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না। বরং ইতোমধ্যেই রাজস্ব আদায় গত বছরের তুলনায় ২ শতাংশ বেড়েছে বলে জানান তিনি।
তিনি বলেন, “এনবিআর বিভক্তির ফলে কর্মকর্তাদের স্বার্থ ক্ষুণ্ন হবে না। এটি আন্তর্জাতিক প্র্যাকটিস অনুযায়ী করা হয়েছে। পলিসি ও বাস্তবায়ন একসঙ্গে থাকলে স্বার্থের সংঘাত দেখা দিতে পারে। তাই আলাদা করা হয়েছে।”
অর্থ উপদেষ্টা জানান, এনবিআরের সদস্যদের সঙ্গে পরামর্শ করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং কাস্টমস ক্যাডারদের স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, “সব দেশেই পলিসি ও বাস্তবায়ন বিভাগ আলাদা থাকে। এখানে শুধু পলিসি ডিভিশন ছোট করে আলাদা করা হয়েছে।”
এদিকে বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে স্বচ্ছতা ও টেকসই আর্থিক ব্যবস্থাপনার ওপর জোর দিয়ে অর্থ উপদেষ্টা বলেন, “আমরা এমন বাজেট উপস্থাপন করবো যা বাস্তবায়নযোগ্য, এবং দেশের সামষ্টিক অর্থনীতির ওপর চাপ না ফেলে উন্নয়ন নিশ্চিত করবে।”
কালের সমাজ//এ.স//এ.জে
আপনার মতামত লিখুন :