ঢাকা মঙ্গলবার, ১৩ মে, ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২
বন্দরে তিতাসের অভিযানে

২ লাখ টাকা জরিমানা, অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

কালের সমাজ নারায়নগঞ্জ জেলা প্রতিনিধি মে ১৩, ২০২৫, ০৪:৩২ পিএম ২ লাখ টাকা জরিমানা, অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

নারায়ণগঞ্জের  বন্দরে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে তিতাস গ্যাস কতৃপক্ষ। সোমবার (১২ মে) বিকেলে উপজেলার মদনপুর ইসলামিয়া সুপার মার্কেট ও আশপাশের এলাকাগুলোতে এ অভিযান চালানো হয়।

 

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিল্টন রায়ের নেতৃত্বে এ আরও উপস্থিত ছিলেন, তিতাস গ্যাস বন্দর উপজেলার ম্যানেজার প্রকৌশলী মো. জাহিন আমীর খাঁন, বন্দর থানার ওসি (তদন্ত) সাইফুল ইসলাম, এসআই টিপু, ইদ্রিস, প্রকৌশলী শাহ্-আলম রনিসহ তিতাস গ্যাস ও বন্দর থানা পুলিশের অন্যান্য কর্মকর্তারা।

 

অভিযানে মদনপুর ফুলহর এলাকার নবাবী স্বাদ চাইনিজসহ ১০-১৫টি দোকান ও আবাসিক ভবনে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এসময় আনুমানিক ১২০ ফুট বিতরণ লাইনের ৫টি দ্বিমুখী চুলার সংযোগ বিচ্ছিন্ন এবং ৩৫০ ফুট পাইপ জব্দ করা হয়।

 

অভিযানকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্ট পরিচালনা করে নবাবী স্বাদ চাইনিজসহ অবৈধ গ্যাস ব্যবহারকারী কয়েকটি দোকান ও আবাসিক বাড়ির মালিকদের কাছ থেকে ২ লক্ষ টাকা জরিমানা আদায় করেন।

 

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন রায় জানান, অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

উল্লেখ্য যে, সেপ্টেম্বর ২০২৪ হতে গত ২২ এপ্রিল ২০২৫ তারিখ পর্যন্ত অভিযান পরিচালনা করে ২৪৩টি শিল্প, ১৬২টি বাণিজ্যিক ও ৩১,৬৪২টি আবাসিকসহ মোট ৩২,০৪৭টি অবৈধ গ্যাস সংযোগ ও ৭২,০০৮টি বার্নার বিচ্ছিন্ন সহ উক্ত অভিযানসমূহে ১৫১ কিলোমিটার পাইপলাইন অপসারণ করা হয়েছে।

 

কালের সমাজ/খ. স./সাএ


 

Side banner