ঢাকা বুধবার, ১৬ জুলাই, ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

রামগঞ্জে বৃদ্ধাকে গলা কেটে হত্যা,পরিকল্পিত হত্যাকাণ্ডের সন্দেহ

কালের সমাজ | মো: ছায়েদ হোসেন, রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি মে ১৪, ২০২৫, ০৫:০৪ পিএম রামগঞ্জে বৃদ্ধাকে গলা কেটে হত্যা,পরিকল্পিত হত্যাকাণ্ডের সন্দেহ

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার চন্ডীপুর ইউনিয়নের কালুপুর গ্রামে তাজিয়া বেগম (৬৫) নামে এক বৃদ্ধাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৩ মে) রাত আনুমানিক ১১টার দিকে নিজ বাড়ির রান্নাঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।


নিহত তাজিয়া বেগম স্থানীয় ক্বারী সাহেব বাড়ির বাসিন্দা আব্দুল মান্নানের স্ত্রী। ঘটনার সময় তিনি একা ছিলেন। তার স্বামী এশার নামাজ আদায় করতে মসজিদে যান। নামাজ শেষে বাড়ি ফিরে রান্নাঘরে স্ত্রীকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে এবং পুলিশকে খবর দেয়।


পরে রামগঞ্জ থানা পুলিশ ও সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পরিদর্শন করে। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়।


রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার জানান, “হত্যাকাণ্ডটি পরিকল্পিত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত চলছে। দুর্বৃত্তদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”


এদিকে, এ নৃশংস ঘটনায় এলাকায় চরম উৎকণ্ঠা ও আতঙ্ক বিরাজ করছে। কে বা কারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, তা এখনো স্পষ্ট নয়।


কালের সমাজ//র.ন

Side banner
Link copied!