ঢাকা বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

নাইক্ষ্যংছড়িতে বিজিবির সফল অভিযানে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার

কালের সমাজ | আনোয়ার হোছাইন, নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি মে ১৫, ২০২৫, ১০:৫৮ এএম নাইক্ষ্যংছড়িতে বিজিবির সফল অভিযানে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) কর্তৃক পরিচালিত এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য—১০ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। বুধবার (১৪ মে) রাত আনুমানিক ১১টা ২৫ মিনিটে নাইক্ষ্যংছড়ি উপজেলার রেজুপাড়া বিওপি আওতাধীন সীমান্ত এলাকার লেবুবাগান খালের পাশে এ অভিযান চালানো হয়।


বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ৩৪ বিজিবির একটি বিশেষ দল সীমান্ত এলাকায় ওঁত পেতে অবস্থান নেয়। অভিযানের সময় দুই ব্যক্তিকে একটি কাপড়ের ব্যাগসহ সীমান্ত পেরুতে দেখা গেলে, বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করে। কিন্তু তারা ব্যাগ ফেলে দ্রুত মিয়ানমারের দিকে পালিয়ে যায়। পরে পরিত্যক্ত ব্যাগ থেকে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।


অভিযানে কেউ আটক না হলেও, বিজিবির তৎপরতায় একটি বড় মাদক চালান দেশে প্রবেশের আগেই জব্দ করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।


৩৪ বিজিবি-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিএসসি বলেন, “মাদক পাচার রোধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির সদস্যরা নিরবচ্ছিন্ন টহল ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে কাজ করে যাচ্ছে।”


তিনি আরও বলেন, “এই সফল অভিযান প্রমাণ করে যে বিজিবি মাদক নির্মূলে অঙ্গীকারবদ্ধ। আমরা জনগণের সহায়তা নিয়ে সীমান্তে শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে বদ্ধপরিকর।”


বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধারকৃত ইয়াবাগুলো যথাযথ প্রক্রিয়ায় ধ্বংস করা হবে এবং এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


কালের সমাজ//এসং//র.ন

Side banner