ঢাকা বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

আশুলিয়ায় পুকুর থেকে দুই শিশুর লাশ উদ্ধার!

কালের সমাজ সাইফুল ইসলাম জয় (হেলাল শেখ) | সাইফুল ইসলাম জয় (হেলাল শেখ) মে ১৪, ২০২৫, ১২:৪৭ পিএম আশুলিয়ায় পুকুর থেকে দুই শিশুর  লাশ উদ্ধার!

ঢাকার আশুলিয়ায় পুকুর থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করেছেন আশুলিয়া থানা পুলিশ। তারা দু‍‍`জন স্থানীয় একটি মাদ্রাসার ছাত্র। গতকাল রাত থেকে শিশু দুইজন নিখোঁজ ছিলো।

 

বুধবার (১৪ মে ২০২৫ইং) সকাল সাড়ে ৮ দিকে আশুলিয়ায় লাশ দুটি উদ্ধার করে পুলিশ। লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাব আল হোসাইন।

 

নিহতরা লিমন হোসেন (১০) পাবনা জেলা, আমিনপুর থানার রতন মিয়ার ছেলে ও মানিক হোসেন (৮) জামালপুর জেলা, মাদারগঞ্জ থানার উদাস সুমলিয়া গ্রামের মোঃ জিয়াউল হোসেনের ছেলে। তারা দু‍‍`জনই আশুলিয়ায় একটি মাদ্রাসার ছাত্র। নিহত দুই শিশু বাইপাইল এসএ পরিবহন সংলগ্ন আদর্শ নগর এলাকায় পরিবারের সাথে ভাড়া বাসায় থাকতো।

 

নিহতের স্বজনরা জানান, গতকাল রাত ৯-১০টা নাগাদ তাদের নিখোঁজের বিষয়টি নিশ্চিত করে তাদের পরিবার। নিখোঁজের পর অনেক খোঁজাখুঁজি করে তারা না পেয়ে মাইকিং করেন পুরো এলাকায়। বুধবার সকালে খবর পান শান্তিনগর একটি পুকুরে দুটি শিশুর লাশ পানিতে ভেসে আছে। এই খবর শুনে ঘটনাস্থলে এসে তারা তাদের সন্তানের লাশ সনাক্ত করেছেন। তারা আরও জানান, মাঝেমধ্যে আম কুড়ানোর জন্য সন্ধ্যা অথবা রাতে সমবয়সী কয়েকজন শিশু বেড়িয়ে যেতো।

 

নিহত মানিক হোসেনের চাচা জিয়াউর রহমান বলেন,গতকাল রাত ৯টা থেকে আমার ভাতিজাকে খুঁজে পাচ্ছিলাম না। অনেক খোঁজাখুঁজি করেছি মাইকিং করেছি। পরে আজ সকালে শান্তিনগর পুকুরে লাশ পেলাম। ধারনা, কেউ তাদের হত্যা করে লাশ পুকুরে ফেলে দিয়ে গেছে।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাব আল হোসাইন বলেন, দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে, রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছেন

 

কালের সমাজ/ হে.শে/ সাএ

 

 

Side banner