ঢাকা শুক্রবার, ১৬ মে, ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

বগুড়ায় নার্সিং শিক্ষার্থীদের সড়ক অবরোধে যান চলাচল বন্ধ ২ ঘণ্টা

কালের সমাজ | জে এস সাহাদত হোসেন শাহীন, ব্যুরো প্রধান বগুড়া মে ১৫, ২০২৫, ০৫:৫৭ পিএম বগুড়ায় নার্সিং শিক্ষার্থীদের সড়ক অবরোধে যান চলাচল বন্ধ ২ ঘণ্টা

স্নাতক সমমানের স্বীকৃতির দাবিতে বগুড়ায় সড়ক অবরোধ করেছে নার্সিং ডিপ্লোমাধারী শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৫ মে) বেলা ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত শহরতলীর লিচুতলা দ্বিতীয় বাইপাস মোড়ে ঢাকা-রংপুর মহাসড়কে এই অবরোধ কর্মসূচি পালন করেন তারা। এতে মহাসড়কের উভয় পাশে শতাধিক যানবাহন আটকে পড়ে, সৃষ্টি হয় দীর্ঘ যানজট। দুর্ভোগে পড়েন দূরপাল্লার যাত্রীরা।


অবরোধ কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, “ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি” কোর্সকে স্নাতক সমমানের স্বীকৃতি দিতে হবে—এই দাবিতে দেশব্যাপী আন্দোলন চলছে। গত ১৪ মে ঢাকায় চলমান বিক্ষোভে পুলিশের হামলার প্রতিবাদ জানিয়ে তারা বগুড়ায় এই কর্মসূচির আয়োজন করেন।


বিক্ষুব্ধ শিক্ষার্থীরা মোহাম্মদ আলী হাসপাতালের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে লিচুতলা বাইপাস মোড়ে মহাসড়কে অবস্থান নেন। কেউ কেউ রাস্তায় বসে ও শুয়ে পড়ে সড়ক অবরোধ করে রাখেন।


অবরোধ চলাকালে হাইওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন, তবে তারা সড়ক ছাড়তে রাজি হননি। পরে বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের একটি প্রতিনিধি দল এবং উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার মাধ্যমে অবরোধ প্রত্যাহারে রাজি করান।


কুন্দারহাট হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) সাজ্জাদ হোসেন জানান, দুপুর ২টার পর শিক্ষার্থীরা সড়ক ছেড়ে দিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।


শিক্ষার্থীরা জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে।


কালের সমাজ//এসং//র.ন

Side banner