ঢাকা শুক্রবার, ১৬ মে, ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

কয়রায় আমিরুল ইসলাম কাগজীকে সংবর্ধনা

কালের সমাজ | এইচ এম লিটন, কয়রা খুলনা প্রতিনিধি মে ১৫, ২০২৫, ০৬:১৪ পিএম কয়রায় আমিরুল ইসলাম কাগজীকে সংবর্ধনা

খুলনা জেলার কয়রায় জিয়াউর রহমান ফাউন্ডেশনের ডিরেক্টর এবং বিশিষ্ট সাংবাদিক আমিরুল ইসলাম কাগজীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৫ মে) বেলা ১১ টায় প্রতাপ স্মরনী মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে তাকে এই সংবর্ধনা প্রদান করা হয়।


বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি প্রভাষক শাহাবাজ হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আমিরুল ইসলাম কাগজী। তিনি উপস্থিত শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, "বাংলাদেশের ১৮ কোটি মেধাকে যদি সঠিকভাবে কাজে লাগানো যায়, তবে দেশের উন্নয়নে কেউ বাধা সৃষ্টি করতে পারবে না। তবে, বিগত ফ্যাসিস্ট সরকার এবং বর্তমান সরকারের সময় শিক্ষাখাতে যে অবহেলা হয়েছে, তা দুর্বলতা তৈরি করেছে। বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণে শিক্ষা খাতে পরিবর্তন আনা অত্যন্ত জরুরি।"


বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রনজিত কুমার সরকার, শিক্ষক আঃ রহিম, অবসরপ্রাপ্ত মাদ্রাসার সুপার মাওলানা গোলাম মোস্তফা, অভিভাবক সদস্য ফজলুল হক গাজী, শিক্ষার্থী সাদিয়া সুলতানা সিফা এবং আবিদুজ্জামান রাজা সহ অনেকেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


কালের সমাজ//এসং//র.ন

Side banner