জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর রাজস্ব খাতের টেকসই সংস্কার এবং কর্মপরিকল্পনার প্রেক্ষাপটে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ডাকে বুধবার (১৪ মে) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত তিন ঘণ্টাব্যাপী কাস্টমস, ভ্যাট এবং আয়কর বিভাগের বিভিন্ন দপ্তরে কলম বিরতি পালন করা হয়। কর্মসূচিতে সব স্তরের কর্মকর্তা ও কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। তবে আন্তর্জাতিক যাত্রীসেবা, আমদানি-রপ্তানি এবং জাতীয় বাজেট প্রণয়ন কার্যক্রম এই কর্মসূচির আওতা বহির্ভূত ছিলো।
ঐক্য পরিষদের মতে, দেশের অর্থনৈতিক স্বার্থে রাজস্ব ব্যবস্থায় টেকসই সংস্কার এখন সময়ের দাবি। দীর্ঘদিন ধরে জাতীয় রাজস্ব বোর্ডে কার্যকর সংস্কার না হওয়ায় এবং অংশীজনদের মতামত উপেক্ষা করে প্রণীত আধেয়-অর্ধদশ রূপরেখা এবং গঠিত সংস্কার কমিটির কার্যক্রমকে স্বচ্ছ আলোচনার বাইরে রেখে সিদ্ধান্ত বাস্তবায়নের উদ্যোগ নেওয়ায় ঐক্য পরিষদ এই কর্মসূচি পালন করে।
সংগঠনটি অভিযোগ করে, কাস্টমস ও কর বিভাগে কর্মরত হাজারো কর্মকর্তা-কর্মচারীর মতামতকে গুরুত্ব না দিয়ে সরকারিভাবে গঠিত সংস্কার কমিটির সুপারিশ কার্যকর করার চেষ্টায় রাজস্ব প্রশাসনে অস্থিরতা সৃষ্টি হয়েছে। এর প্রতিবাদে এবং অংশগ্রহণমূলক, টেকসই ও গ্রহণযোগ্য সংস্কারের দাবিতে কলম বিরতির ডাক দেওয়া হয়।
ঐক্য পরিষদের নেতারা বলেন, রাজস্ব ব্যবস্থা নিয়ে সরকারের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় যাঁরা সরাসরি সংশ্লিষ্ট, তাঁদের মতামতের মূল্য দেওয়া হয়নি। এতে প্রতিষ্ঠানিক সংস্কারের চেয়ে নির্দেশনাধর্মী একতরফা উদ্যোগ নেওয়া হচ্ছে, যা দীর্ঘমেয়াদে রাজস্ব প্রশাসনের ক্ষতি ডেকে আনবে।
আজকের কর্মসূচিতে দেশব্যাপী কাস্টমস, ভ্যাট ও আয়কর বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করায় এনবিআর সংস্কার ঐক্য পরিষদ আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে। একইসঙ্গে সম্মানিত করদাতা এবং সাধারণ জনগণের সাময়িক অসুবিধার জন্য আন্তরিক দুঃখও প্রকাশ করে সংগঠনটি।
ঐক্য পরিষদ জানায়,  বৃহস্পতিবার (১৫ মে) এবং ১৭ মে (শনিবার) সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত একইভাবে আরও দুই দফা কলম বিরতি পালিত হবে। তবে আন্তর্জাতিক রপ্তানি, বন্দরে পণ্য ছাড় এবং জাতীয় বাজেট প্রণয়ন সংশ্লিষ্ট কাজে নিয়োজিত কমসংখ্যক ইউনিট এই কর্মসূচির আওতার বাইরে থাকবে।
প্রসঙ্গত, দেশের স্বার্থ ও রাজস্ব প্রশাসনের পেশাগত মর্যাদা রক্ষার লক্ষ্যে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ গঠিত হয়। এই পরিষদের আহ্বানে সাড়া দিয়ে সম্প্রতি বিসিএস কাস্টমস অ্যান্ড ভ্যাট অ্যাসোসিয়েশন ও বিসিএস ট্যাক্সেশন অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি, মহাসচিব, যুগ্ম মহাসচিবসহ গুরুত্বপূর্ণ নেতারা তাঁদের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন।
এনবিআর সংস্কার ঐক্য পরিষদ বলেছে, রাজস্ব প্রশাসনে টেকসই সংস্কার নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন শান্তিপূর্ণভাবে চলবে। তারা সরকারের কাছে অংশীজনভিত্তিক আলোচনার মাধ্যমে যৌক্তিক ও অন্তর্ভুক্তিমূলক সংস্কার প্রক্রিয়া শুরুর আহ্বান জানিয়েছে।
কালের সমাজ/ সাএ

                                                
            
         
                    
                    
                    
                    
                    
                    
                    
                    
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
          
আপনার মতামত লিখুন :