অন্তর্বর্তী সরকারের সময়ে কোনো সাংবাদিককে চাকরিচ্যুত করার জন্য রাষ্ট্র দায়ী নয় বলে দাবি করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান, গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ এবং গত ৯ মাসে কোনো গণমাধ্যমকর্মীকে আদর্শগত কারণে চাকরি হারাতে হয়নি।
বৃহস্পতিবার (১৫ মে) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে `গণঅভ্যুত্থান পরবর্তী গণমাধ্যমের হালচাল` শীর্ষক এক আলোচনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রেস সচিব বলেন, “মিথ্যা বা বিভ্রান্তিকর খবর প্রকাশিত হলেও যখন সংশ্লিষ্ট মহল প্রতিবাদ করে, তখন সেটিকে গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ বলে দাবি করা হয়। অথচ সরকার চায় এই স্বাধীনতাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে।”
তিনি আরও বলেন, “গত ৯ মাসে কোনো সংবাদপত্র বন্ধ হয়নি, কোনো সাংবাদিক চাকরি হারায়নি সরকারের কারণে। কাউকে হুমকিও দেওয়া হয়নি। কেউ যদি কোনো হুমকির শিকার হয়ে থাকেন, তাহলে সেটা সরকারকে জানালে ব্যবস্থা নেওয়া হবে।”
সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা নিয়ে তিনি বলেন, “২৬৬ জন সাংবাদিকের বিরুদ্ধে যে হত্যা মামলা রয়েছে, তার দায় সরকার নেয় না।”
এ সময় তিনি গণমাধ্যমের পেশাগত মান উন্নয়নে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
কালের সমাজ//এসং//র.ন
আপনার মতামত লিখুন :