আবাসন সংকটসহ তিন দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো রাজধানীর কাকরাইল মোড়ে অবস্থান কর্মসূচি পালন করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৫ মে) সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পরিবহনে করে শিক্ষার্থীরা আন্দোলনে যোগ দেন। আন্দোলনের কারণে কাকরাইল, মৎস্য ভবনসহ আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
শিক্ষার্থীরা জানায়, যেহেতু আবাসনের ব্যবস্থা নেই, তাই অন্তত ৭০ শতাংশ শিক্ষার্থীর জন্য আগামী অর্থবছর থেকেই আবাসন বৃত্তি চালু করতে হবে। একইসঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট কাটছাঁট ছাড়াই অনুমোদন এবং দ্বিতীয় ক্যাম্পাসের নির্মাণ প্রকল্প দ্রুত একনেক সভায় অনুমোদন দিয়ে বাস্তবায়নের দাবি জানান তারা।
বিক্ষোভকারী শিক্ষার্থীরা কাকরাইল মোড়ের গুরুত্বপূর্ণ সড়কে ব্যারিকেড দিয়ে অবস্থান নিয়ে নানা স্লোগানে মুখর পরিবেশ তৈরি করেন। এতে মৎস্য ভবন থেকে কাকরাইলগামী সড়ক ও প্রধান বিচারপতির বাসভবনের সামনের রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। নিরাপত্তার জন্য ঘটনাস্থলে মোতায়েন করা হয় বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না। বারবার আশ্বাস দিয়েও কর্তৃপক্ষ কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি বলেও অভিযোগ করেন তারা। শিক্ষার্থীদের দাবি আদায়ের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এ পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি, তবে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বিষয়টি নিয়ে ইউজিসির সঙ্গে আলোচনা চলছে।
প্রসঙ্গত, পুরান ঢাকায় অবস্থিত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আবাসন সুবিধার মারাত্মক ঘাটতি রয়েছে। বেশিরভাগ শিক্ষার্থীকে ভাড়া বাসায় থেকে পড়াশোনা চালিয়ে যেতে হয়, যা শিক্ষাজীবনে নেতিবাচক প্রভাব ফেলছে বলে দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছে শিক্ষার্থীরা।
কালের সমাজ/না.প./ সাএ
আপনার মতামত লিখুন :