ঢাকা শুক্রবার, ১৬ মে, ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

রাজবাড়ীতে জাতীয় বিজ্ঞান সপ্তাহের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

কালের সমাজ | রাজবাড়ী জেলা প্রতিনিধি মে ১৫, ২০২৫, ০৫:৩৯ পিএম রাজবাড়ীতে জাতীয় বিজ্ঞান সপ্তাহের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

“জ্ঞান বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীতে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।


বৃহস্পতিবার (১৫ মে) দুপুর ৩টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তার।


এর আগে, গত ১৪ মে অফিসার্স ক্লাব প্রাঙ্গণে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় দুই দিনব্যাপী এই মেলা শুরু হয়।


সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শংকর চন্দ্র বৈদ্য। সঞ্চালনায় ছিলেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শিক্ষা কর্মকর্তা হাবিবুর রহমান।


জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, “বিজ্ঞান ছাড়া আধুনিক সমাজ কল্পনা করা যায় না। আমাদের তরুণ শিক্ষার্থীদের বিজ্ঞানচর্চায় উৎসাহী হতে হবে এবং নতুন আবিষ্কারে এগিয়ে আসতে হবে।”


আলোচনা শেষে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী শিক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান করা হয়।


আয়োজকরা জানান, এই ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা গড়ে তোলার পাশাপাশি তাদের নতুন ভাবনার পথ তৈরি করবে।


কালের সমাজ//এসং//র.ন

Side banner