ঢাকা বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

রাজস্থলীতে পার্টনার প্রকল্পের কংগ্রেস অনুষ্ঠিত

কালের সমাজ | মোঃ সুমন খান, রাজস্থলী (রাঙ্গামাটি ) প্রতিনিধি মে ১৫, ২০২৫, ০৩:১২ পিএম রাজস্থলীতে পার্টনার প্রকল্পের কংগ্রেস অনুষ্ঠিত

রাঙামাটির রাজস্থলী উপজেলায় “প্রোগ্রাম অন এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)” প্রকল্পের আওতায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস।


বৃহস্পতিবার (১৫ মে) সকাল ১০টায় উপজেলা মডেল মসজিদের হলরুমে এই দিনব্যাপী অনুষ্ঠান আয়োজিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক (ক্রপস উইং) মো. মনিরুল ইসলাম।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজীব কান্তি রুদ্র এবং সঞ্চালনার দায়িত্ব পালন করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবুল খায়ের।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—পার্টনার প্রকল্পের রাঙামাটি জেলার সিনিয়র মনিটরিং অফিসার রিয়াজ উদ্দিন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাকিবুজ্জামান রাজু, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নোমান, উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার খলিলুর রহমান, সাংবাদিক আজগর আলী খান, উপজেলা বিএনপির সভানেত্রী প্রেমা তালুকদার, হেডম্যান, এবং জামায়াত ইসলামীর নেতৃবৃন্দসহ আরও অনেকে।


প্রধান অতিথি মো. মনিরুল ইসলাম বলেন, “এই কংগ্রেসের মাধ্যমে কৃষকরা যে জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন করেছেন, তা ব্যবহার করে কৃষি উৎপাদন বাড়ানো সম্ভব। নতুন প্রযুক্তি ও কৃষি যান্ত্রিকীকরণে গুরুত্ব দিয়ে কৃষিকে লাভজনক খাতে পরিণত করা যাবে।” তিনি কৃষকদের পরিকল্পিতভাবে সার ও বালাইনাশক ব্যবহারের পরামর্শ দেন।


অনুষ্ঠানের শুরুতে উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়াজ বিশ্বাস স্বাগত বক্তব্য প্রদান করেন এবং কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি ও পুষ্টিকর ফসল চাষে উদ্বুদ্ধ করেন।


অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বেসরকারি সংস্থা, পিএফএস ও নন-পিএফএস কৃষক-কৃষাণী এবং স্থানীয় সাংবাদিকরা অংশগ্রহণ করেন।


কংগ্রেসের মূল উদ্দেশ্য ছিল—পিএফএস প্রশিক্ষণপ্রাপ্ত কৃষকদের মধ্যে অর্জিত প্রযুক্তি ও জ্ঞানের প্রসার ঘটানো এবং নন-পিএফএস কৃষকদের মধ্যেও তা ছড়িয়ে দেওয়া।


সারা দিনের এই অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সফলভাবে সম্পন্ন হয়।


কালের সমাজ//এসং//র.ন

Side banner