ঢাকা বুধবার, ১৬ জুলাই, ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

দীর্ঘ ১৮ বছর পর নিজ জেলায় ফিরছেন ইঞ্জিনিয়ার তুহিন

কালের সমাজ | জলঢাকা,নীলফামারী প্রতিনিধি মে ১৭, ২০২৫, ১২:০৩ পিএম দীর্ঘ ১৮ বছর পর নিজ জেলায় ফিরছেন ইঞ্জিনিয়ার তুহিন

দীর্ঘ ১৮ বছর পর আগামী শনিবার (১৭ মে) নিজ জেলা নীলফামারীতে ফিরছেন বিএনপির সাবেক সংসদ সদস্য, জেলা বিএনপির সাবেক সভাপতি ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ভাগ্নে ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন। একইসঙ্গে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের খালাতো ভাই হিসেবেও পরিচিত।


তুহিনের আগমনকে কেন্দ্র করে নীলফামারীর জলঢাকা উপজেলাজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। তাকে বরণ করে নিতে উপজেলা ও পৌর বিএনপি ছাড়াও অঙ্গ ও সহযোগী সংগঠন এবং সাধারণ মানুষ ব্যাপক প্রস্তুতি নিয়েছে।


তুহিনের আগমন উপলক্ষে আগামী সোমবার (১৯ মে) দুপুরে জলঢাকা সরকারি হাইস্কুল মাঠে এক বিশাল গণসংবর্ধনার আয়োজন করেছে উপজেলা ও পৌর বিএনপি। অনুষ্ঠানকে ঘিরে শহরজুড়ে চলছে মাইকিং, ব্যানার-ফেস্টুনে সজ্জিত করা হয়েছে গুরুত্বপূর্ণ মোড় ও সড়ক। স্থানীয় বিএনপি নেতারা জানান, এটি হতে যাচ্ছে জলঢাকায় একটি ব্যতিক্রমধর্মী রাজনৈতিক সমাবেশ।


জানা গেছে, তুহিন শনিবার সকাল ১১টায় বিমানযোগে ঢাকা থেকে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছাবেন এবং দুপুর ১২টার দিকে নীলফামারী পৌঁছে বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।


জলঢাকা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ময়নুল ইসলাম বলেন, “দীর্ঘ ১৮ বছর পর আমাদের অভিভাবক তুহিন ভাই নিজ জেলায় ফিরছেন। তাকে স্বাগত জানাতে আমরা সবাই প্রস্তুত। সাধারণ মানুষও অধীর আগ্রহে অপেক্ষা করছে।”


উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহজাহান কবির লেলিন বলেন,


“তুহিন ভাই শুধু একজন রাজনীতিবিদ নন, তিনি আমাদের আশা-ভরসার প্রতীক। তার বিরুদ্ধে বিগত সরকারের দেওয়া ২টি মিথ্যা মামলা ছিল সম্পূর্ণ হয়রানিমূলক।”


পৌর বিএনপির সাধারণ সম্পাদক আমজাদ হোসেন বলেন, “ফ্যাসিস্ট সরকারের নিপীড়নের শিকার হয়ে তিনি দীর্ঘদিন দেশের বাইরে ছিলেন। আজ তিনি ফিরছেন এবং আমরা তাকে ঘিরেই বিএনপির রাজনীতিকে নতুন করে শক্তিশালী করে তুলব।”


দলীয় সূত্রে জানা গেছে, তুহিনের বিরুদ্ধে দায়ের করা দুইটি মিথ্যা মামলায় তাকে ২১ বছরের সাজা দেওয়া হয়েছিল। দীর্ঘ প্রবাস জীবন শেষে তিনি ২২ এপ্রিল যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় ফেরেন। ২৯ এপ্রিল তিনি আদালতে আত্মসমর্পণ করলে তাকে কারাগারে পাঠানো হয়। পরবর্তীতে ৮ মে জামিনে মুক্তি পান তিনি।


তুহিনের আগমনের খবরে শুধু দলীয় নেতাকর্মী নয়, সাধারণ মানুষের মাঝেও দেখা দিয়েছে উৎসাহ ও প্রত্যাশা। সোমবার তিনি ডিমলা হয়ে জলঢাকায় পৌঁছে গণসংবর্ধনায় অংশ নেবেন এবং সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময়সহ বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।


কালের সমাজ//র,ন

Side banner
Link copied!