ঝিনাইদহের শৈলকুপার গোবিন্দপুর গ্রামে সোলার প্যানেল নষ্টের ঘটনায় সন্দেহের ভিত্তিতে এক দরিদ্র কৃষক আরিফ মন্ডলকে স্থানীয় সালিশে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অভিযোগকারী চাচাতো ভাই ওসমান গনীর দাবি, পূর্ব বিরোধের জেরে আরিফ এই কাজ করেছেন।
ঘটনার প্রতিবাদ জানালে শুক্রবার সকালে ১৫-২০ জন মিলে আরিফের ভাই ফারুক মন্ডলকে হাতুড়ি দিয়ে মারধর করে এবং বৃদ্ধ বাবা আজব মন্ডলকে লাঞ্ছিত করে।
আরিফ ও তার পরিবার এ অভিযোগ অস্বীকার করে বলছেন, তারা ষড়যন্ত্রের শিকার এবং এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন।
স্থানীয় ইউপি সদস্য ও সাবেক চেয়ারম্যান ঘটনাটিকে "সাজানো" এবং "প্রতিহিংসামূলক" বলে উল্লেখ করেছেন।
শৈলকুপা থানার ওসি মাসুম খান জানান, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কালের সমাজ//র.ন
আপনার মতামত লিখুন :