বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোনের আওতাধীন কোস্ট গার্ড বেইস মোংলায় নবনির্মিত বোট ওয়ার্কশপ ও স্লিপওয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.), এনডিসি, পিএসসি।
শনিবার (১৭ মে ২০২৫) দুপুরে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে এই উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন তিনি। কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ বিষয়টি নিশ্চিত করেছেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের যুগ্ম সচিব মোঃ জসীম উদ্দিন খান এবং বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মোঃ জিয়াউল হক। এ ছাড়াও বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ নৌবাহিনী, নৌপুলিশ, বন বিভাগ ও মোংলা বন্দরের শীর্ষ কর্মকর্তাবৃন্দ আমন্ত্রিত অতিথি হিসেবে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
কোস্ট গার্ড কর্মকর্তা লে. কমান্ডার আবিদ বিন মঞ্জুর স্বাগত বক্তব্যে জানান, গত ১১ জানুয়ারি ২০২৪ তারিখে এই প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। সর্বাধুনিক প্রযুক্তিতে নির্মিত এই বোট ওয়ার্কশপ ও স্লিপওয়েতে ২০ মিটার দৈর্ঘ্যের নৌযানসমূহ ডকিং ও যেকোনো ধরনের মেরামতের সুবিধা পাবে।
এই ওয়ার্কশপ ও স্লিপওয়ে শুধু কোস্ট গার্ডের জন্যই নয়, ভবিষ্যতে বাংলাদেশ নৌবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ, মোংলা বন্দর কর্তৃপক্ষ, নৌপুলিশ, বন বিভাগ এবং বিআইডব্লিউটিএ-এর নৌযানগুলোর মেরামতের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “এই অবকাঠামো উন্নয়ন কোস্ট গার্ডের সক্ষমতা ও সেবার মান বৃদ্ধির এক অনন্য মাইলফলক হিসেবে বিবেচিত হবে। এটি শুধু কোস্ট গার্ডের কার্যক্রমকে গতিশীল করবে না, বরং সমগ্র উপকূলীয় নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে।” অনুষ্ঠান শেষে মাননীয় উপদেষ্টা আনুষ্ঠানিকভাবে স্থাপনাটির নাম ফলক উন্মোচন করেন।
এই প্রকল্পের সফল বাস্তবায়নের মাধ্যমে দেশের উপকূলীয় নিরাপত্তা ও মেরিটাইম অপারেশনের গতি ও কার্যকারিতা আরও একধাপ এগিয়ে যাবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা ।
কালের সমাজ /খা.আ/সাএ

                                                
            
         
                    
                    
                    
                    
                    
                    
                    
                    
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
          
আপনার মতামত লিখুন :