ঢাকা রবিবার, ১৮ মে, ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২

নাইক্ষ্যংছড়িতে তীব্র তাপদাহের পর স্বস্তির বৃষ্টি

কালের সমাজ নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি মে ১৮, ২০২৫, ০২:৫১ পিএম নাইক্ষ্যংছড়িতে তীব্র তাপদাহের পর স্বস্তির বৃষ্টি

রবান জেলার নাইক্ষ্যংছড়িতে কয়েকদিন ধরে চলমান তীব্র তাপদাহে জনজীবন হয়ে পড়ে অতিষ্ঠ। অসহনীয় গরমে বিশেষ করে বিপাকে পড়েন খেটে খাওয়া শ্রমজীবী মানুষ। প্রখর রোদের দাপটে দুপুরের পর রাস্তাঘাট ফাঁকা হয়ে যেত।


এর মধ্যেই রবিবার (১৮ মে) ভোররাতে বৃষ্টিপাত হওয়ায় কিছুটা স্বস্তি ফিরে আসে জনমনে।

 

নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের কৃষক ছৈয়দ আলম (কারবারি) বলেন, “এই কয়দিন রোদের যে অবস্থা ছিল, মাথা ঠিক রাখাই দায় ছিল। তবে ভোরে আল্লাহর রহমতে বৃষ্টি হইছে, এখন একটু ঠান্ডা লাগতেছে।”

 

একই এলাকার নির্মাণ শ্রমিক মো. আমানুল হক বলেন, “ঘরেও ঘুমানো যাচ্ছিল না। ফ্যান চালিয়েও গরম কমতো না। এখন বৃষ্টির পর কিছুটা শান্তি লাগতেছে।”

 

আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, শনিবার নাইক্ষ্যংছড়িতে তাপমাত্রা ছিল প্রায় ৩৮ ডিগ্রি সেলসিয়াস। রবিবার ভোররাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়, যা দিনের শুরুতে ঠান্ডা আবহ তৈরি করে।

 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বলেন, “তাপদাহের কারণে হিটস্ট্রোক ও পানিশূন্যতার ঝুঁকি বেড়েছে। যদিও বৃষ্টিতে কিছুটা স্বস্তি মিলেছে, তবু সবাইকে সতর্ক থাকতে হবে। পর্যাপ্ত পানি পান ও হালকা খাবার গ্রহণ করা জরুরি।”

 

এদিকে, পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও সকলকে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে স্থানীয় প্রশাসন।

 

কালের সমাজ/ সাএ

 

 

Side banner