বৈশাখ মাসে তীব্র তাপদাহ চলছে। কয়রায় তাপমাত্রা ৪০ ডিগ্রির উপরে উঠছে। প্রচণ্ড গরমে অতিষ্ঠ কয়রাবাসী। ঘর থেকে বের হলে গরমে নাজেহাল। হেঁটে বা গাড়িতে করে এক স্থান থেকে অন্যস্থানে যেতে ঘাম ঝরছে শরীর থেকে। কাঠফাটা রোদে শুকিয়ে যাওয়া গলা ভেজাতে রাস্তার পাশের দোকান থেকে ঠাণ্ডা শরবত ও জুস কিনে পান করেন অনেক মানুষ। কিন্তু শ্রমজীবি মানুষ শরবত কিংবা পানি কিনে পান করতে পারে না। তাদের কথা চিন্তা করে সাময়িক প্রশান্তি আর তৃষ্ণা মেটাতে লেবুর শরবত মিশ্রিত সুপেয় পানি বিতরন করেন কয়রার সার্বজনীন মানবতার বন্ধু সংগঠন।
গতকাল বুধবার (১৪ মে) বেলা ১১ টায় উপজেলার তিনরাস্তার মোড়ে এই কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মানবতার বন্ধু সংগঠনের সভাপতি অধ্যাপক আ, ব,ম আঃ মালেক, সাধারণ সম্পাদক তৈয়বুর রহমান, শিক্ষক আশিকল ইসলাম, আসলাম হোসেন, আকবার আলী প্রমুখ।
সংগঠনের সভাপতি অধ্যাপক আ, ব,ম আঃ মালেক বলেন, তৃঞ্চার্ত পথিকের তৃঞ্চা নিবারণে আমাদের এই আয়োজক। সরবত ও পানি পান করা ভ্যান চালক মেঘারআইট গ্রামের নজরুল ইসলাম বলেন, উদ্যোগটি খুবই ভাল লেগেছে। বিভিন্ন সংগঠনের মাধ্যমে এ ধরনের কার্যক্রম হাতে নেওয়া উচিত।
কালের সমাজ/ লি. মি./ সাএ

                                                
            
         
                    
                    
                    
                    
                    
                    
                    
                    
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
          
আপনার মতামত লিখুন :