ঢাকা রবিবার, ১৮ মে, ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২

শেখ হাসিনার অবৈধ সম্পদের অনুসন্ধানে নেমেছে দুদক

কালের সমাজ | নিজস্ব প্রতিবেদক মে ১৮, ২০২৫, ০৩:০৩ পিএম শেখ হাসিনার অবৈধ সম্পদের অনুসন্ধানে নেমেছে দুদক

আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (১৮ মে) সংস্থাটির উপ-পরিচালক মাসুদুর রহমানকে এই অনুসন্ধানের দায়িত্ব দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট সূত্র।


দুদক জানায়, শেখ হাসিনার স্থাবর ও অস্থাবর সম্পদের হিসাব খতিয়ে দেখার পাশাপাশি তার আয়কর নথির সঙ্গে বাস্তব সম্পদের অমিল রয়েছে কি না—তা পর্যালোচনা করা হবে। প্রয়োজনে তাকে সম্পদ বিবরণী জমা দেওয়ার নোটিশও পাঠানো হতে পারে।


এর আগে শেখ হাসিনার বিরুদ্ধে পূর্বাচলে প্লট জালিয়াতির মামলায় চার্জশিট দাখিলের পর আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। পাশাপাশি বিমানবন্দর উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাতসহ একাধিক প্রকল্পে লুটপাটের অভিযোগে আরও মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে দুদক।


উল্লেখ্য, শেখ হাসিনার বিরুদ্ধে বিদেশে অর্থ পাচার, অবৈধভাবে সম্পদ অর্জন ও দায়িত্বে থাকাকালে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে পৃথক কয়েকটি অনুসন্ধান ইতোমধ্যে শুরু হয়েছে। বিষয়টি ঘিরে রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোচনা ও প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।


কালের সমাজ//র.ন

Side banner