“সুন্দরবনের দূষণ হ্রাস এবং বাস্তুতন্ত্রের উন্নতি” প্রতিপাদ্য নিয়ে সাতক্ষীরায় অনুষ্ঠিত হয়েছে “সুন্দরবনের জন্য সাংবাদিকতা” শীর্ষক মতবিনিময় সভা। রোববার (১৮ মে) বেলা ১১টায় শহরতলির ত্রিশ মাইল এলাকায় রূপান্তর ও অগ্রগতি সংস্থার যৌথ উদ্যোগে অগ্রগতির রিসোর্ট ও ট্রেনিং সেন্টারে এই সভার আয়োজন করা হয়।
রূপান্তরের ম্যানেজার তসলিম আহমেদ টংকার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিনিয়র সাংবাদিক মনিরুল ইসলাম মিনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জার্নালিজম ফর সুন্দরবন কমিটির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান উজ্জ্বল, সদস্য সচিব আহসান রাজিব ও উপদেষ্টা জিএম মুজিবর রহমান।
সভায় আরও উপস্থিত ছিলেন সাংবাদিক রুহুল কুদ্দুস, গোলাম সরোয়ার, সামিউল আযম মনির, এম রফিক, আসাদুজ্জামান মধু, আখতারুজ্জামান বাচ্চু, আমিরুজ্জামান বাবু, মনিরুল ইসলাম মনি, আকরামুল ইসলাম ও অনাথ কুমার প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন রূপান্তরের প্রতিনিধি গোলাম কিবরিয়া।
সুন্দরবনের সংকট ও সমাধানের উপায় নিয়ে আলোচনা মতবিনিময় সভায় বক্তারা সুন্দরবনের পরিবেশগত সংকট তুলে ধরে বলেন, শিল্পবর্জ্য, তেল নিঃসরণ, প্লাস্টিক দূষণ, কীটনাশকসহ নানা কারণে সুন্দরবনের বাস্তুতন্ত্র হুমকির মুখে পড়েছে। এই দূষণ শুধু জীববৈচিত্র্য নয়, স্থানীয় মানুষের জীবন ও জীবিকাকেও ঝুঁকির মধ্যে ফেলছে।
আলোচনায় উঠে আসে, দূষণ নিয়ন্ত্রণে কঠোর আইন প্রয়োগ, সচেতনতা বৃদ্ধি, বিকল্প জীবিকার ব্যবস্থা এবং পরিবেশবান্ধব পর্যটনের প্রসার জরুরি। বক্তারা বলেন, সুন্দরবনকে পলিথিনমুক্ত রাখতে হলে এর ব্যবহার নিরুৎসাহিত করতে হবে এবং বিকল্প ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
সাংবাদিকদের সক্রিয় ভূমিকার আহ্বান বক্তারা বলেন, সুন্দরবনের সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় সাংবাদিকদের দায়িত্ব অনেক। তথ্যভিত্তিক, অনুসন্ধানী ও ধারাবাহিক প্রতিবেদন সমাজ ও নীতিনির্ধারকদের সচেতন করতে পারে। অংশগ্রহণকারী সাংবাদিকরা একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সভায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে জেলার প্রতিটি উপজেলায় ১০ হাজার করে পলিথিনের বিকল্প ব্যাগ বিতরণের ঘোষণা দেওয়া হয়। একজন ব্যক্তি এই ব্যাগ এক বছর ব্যবহার করতে পারবেন বলে জানানো হয়।
কালের সমাজ/এ.র./ সাএ
আপনার মতামত লিখুন :