ঢাকা রবিবার, ০৩ আগস্ট, ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২

সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত

কালের সমাজ সাতক্ষীরা প্রতিনিধি মে ১৮, ২০২৫, ০৪:৩০ পিএম সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত

উৎসবমুখর পরিবেশে সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ মে) সকাল ১১টায় প্রেসক্লাবের ভিআইপি হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি আবু নাসের মো. আবু সাঈদ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. আব্দুল বারী।

 

সভায় বক্তব্য দেন প্রেসক্লাবের সাবেক সভাপতি জি.এম মনিরুল ইসলাম মিনি, সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জ্বল, যুগ্ম-সাধারণ সম্পাদক এম রফিক, সাংগঠনিক সম্পাদক সৈয়দ রফিকুল ইসলাম শাওন, অর্থ সম্পাদক শেখ মাসুদ হোসেন, নির্বাহী সদস্য আব্দুল গফুর সরদার, গোলাম সরোয়ার, মুহা. জিললুর রহমান, আখতারুজ্জামান বাচ্চু, আমিরুজ্জামান বাবুসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।

 

সভায় বিগত সাধারণ সভার কার্যবিবরণী পাঠ করেন সাধারণ সম্পাদক আব্দুল বারী এবং তা সর্বসম্মতভাবে অনুমোদিত হয়। আয়-ব্যয় হিসাব, প্রেসক্লাব মার্কেট নির্মাণ, সদস্যদের হালনাগাদ তালিকা, বকেয়া চাঁদা এবং সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

 

ভুয়া কমিটির বিরুদ্ধে ক্ষোভ সাধারণ সভায় বক্তারা অভিযোগ করেন, কিছু স্বার্থান্বেষী ও গঠনতন্ত্র বহির্ভূত সদস্য প্রেসক্লাবের নাম ব্যবহার করে শহরের অজ্ঞাত স্থান থেকে একটি কথিত কমিটি ঘোষণা করেছে। অনলাইন, সামাজিক যোগাযোগমাধ্যম ও পত্রিকায় প্রকাশের মাধ্যমে তারা প্রেসক্লাবের মর্যাদা ক্ষুণ্ন করছে এবং প্রশাসনসহ সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে।

 

সভার সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী, এই ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে গঠনতন্ত্র অনুযায়ী কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

 

আগামী সভার তারিখ নির্ধারণ সভায় সিদ্ধান্ত হয়, আগামী ২২ জুলাই ২০২৫ তারিখে সাতক্ষীরা প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এ ছাড়া প্রেসক্লাবের কার্যক্রম আরও গতিশীল ও সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা হয়।

 

কালের সমাজ/এ.র./ সাএ

 

 

Side banner

পথে-প্রান্তরে বিভাগের আরো খবর

Link copied!