ঢাকা রবিবার, ১৮ মে, ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

সুন্দরবনে বিজিবির তৃতীয় ভাসমান বিওপি উদ্বোধন

কালের সমাজ | এম রফিক, সাতক্ষীরা প্রতিনিধি মে ১৭, ২০২৫, ০৬:৩৬ পিএম সুন্দরবনে বিজিবির তৃতীয় ভাসমান বিওপি উদ্বোধন

সুন্দরবনের জলসীমায় সীমান্ত নিরাপত্তা জোরদারে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তৃতীয় ‘ভাসমান বিওপি’ উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৭ মে) সকালে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রায়মঙ্গল নদী ও বয়েরসিং খালের মোহনায় “বয়েরসিং ভাসমান বিওপি” উদ্বোধন করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।


এ সময় বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।


স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “প্রাকৃতিকভাবে দুর্গম সুন্দরবন এলাকায় স্থলপথে নিয়মিত টহল কঠিন। নতুন এই ভাসমান বিওপি চোরাচালান, মানবপাচার ও বনজ সম্পদ লুট প্রতিরোধে তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণে সক্ষম হবে।”


বিজিবি মহাপরিচালক জানান, এর আগে কাচিকাটা ও আঠারোবেকিতে দুটি ভাসমান বিওপি চালু করা হয়। বয়েরসিং-এ স্থাপিত নতুন বিওপি সুন্দরবনের নদীপথে সক্রিয় চোরাচালান চক্র দমনে সহায়ক হবে।


তিনি আরও বলেন, “বিজিবির একটি রিভারাইন কোম্পানি সুন্দরবনের জলসীমা পাহারায় দায়িত্ব পালন করছে। এই বিওপি যুক্ত হওয়ায় সীমান্ত অপরাধ প্রতিরোধ আরও কার্যকর হবে।”


সীমান্ত দিয়ে পুশইনের বিষয়ে বিজিবি মহাপরিচালক বলেন, “সিলেট, কুড়িগ্রাম, পার্বত্য চট্টগ্রামের জনবসতিহীন এলাকায় পুশইন অব্যাহত রয়েছে। আমাদের সীমান্ত দীর্ঘ, তবে বিজিবি সদস্যরা সর্বোচ্চ চেষ্টা করছেন। আজ সকালেও কিছু পুশইনের ঘটনা ঘটেছে।”


তিনি আরও জানান, নিয়ম বহির্ভূতভাবে কেউ ভারতে থাকলে তা কূটনৈতিক প্রক্রিয়ায় ফিরিয়ে আনার জন্য বিজিবি ও পররাষ্ট্র মন্ত্রণালয় একযোগে কাজ করছে। প্রতিবাদলিপি ও ফ্ল্যাগ মিটিংয়ের মাধ্যমে প্রতিবাদ জানানো হচ্ছে।


উদ্বোধনী অনুষ্ঠানে বিজিবি সদর দপ্তরের কর্মকর্তারা ছাড়াও যশোর রিজিয়ন ও খুলনা সেক্টরের কমান্ডার, স্থানীয় প্রশাসনের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।


কালের সমাজ//র.ন

Side banner