ঢাকা শনিবার, ১৭ মে, ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

রাজবাড়ীতে স্ত্রীকে নির্যাতন করে গর্ভপাত, স্বামী গ্রেপ্তার

কালের সমাজ | জেলা প্রতিনিধি রাজবাড়ী মে ১৭, ২০২৫, ১১:৪৪ এএম রাজবাড়ীতে স্ত্রীকে নির্যাতন করে গর্ভপাত, স্বামী গ্রেপ্তার

রাজবাড়ীর পাংশা উপজেলায় যৌতুকের দাবিতে স্ত্রীকে শারীরিক নির্যাতন ও জোরপূর্বক গর্ভপাত ঘটানোর অভিযোগে হাবিব মোল্লা (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব। শনিবার (১৭ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১০ ফরিদপুর ক্যাম্পের সহকারী পরিচালক (মিডিয়া) শামীম হাসান সরদার।


গ্রেপ্তারকৃত হাবিব মোল্লা রাজবাড়ীর পাংশা উপজেলার বড় চৌবাড়িয়া গ্রামের বাসিন্দা হাচেন আলীর ছেলে। তাকে শুক্রবার (১৬ মে) বিকেল ৪টার দিকে কালুখালী উপজেলার বাংলাদেশ হাট এলাকা থেকে আটক করা হয়।


র‍্যাব সূত্রে জানা যায়, ২০২৩ সালের ২৩ ফেব্রুয়ারি হাবিব মোল্লার সঙ্গে কালুখালী উপজেলার পাকশিয়া গ্রামের বাসিন্দা বারেক শেখের মেয়ে সুমাইয়া আক্তার বিথির পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকেই হাবিব ও তার পরিবারের সদস্যরা বিথির কাছে ১০ লাখ টাকা যৌতুক দাবি করে আসছিলেন। বিথির পরিবার যৌতুকের অংশ হিসেবে হাবিবকে নগদ আড়াই লাখ টাকা ও একটি গাভী প্রদান করে। এরপরও নির্যাতনের মাত্রা থামেনি। বরং পুনরায় ১০ লাখ টাকার দাবি জানিয়ে বিথির উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয়।


২০২৪ সালের ১ এপ্রিল চার মাসের অন্তঃসত্ত্বা বিথিকে হাবিব ও তার পরিবারের সদস্যরা বেধরক মারধর করেন। পরে জোরপূর্বক তাকে জাগির মালঞ্চি গ্রামের হোমিওপ্যাথি চিকিৎসক জয় কুমার বিশ্বাসের চেম্বারে নিয়ে যান এবং গর্ভপাত ঘটানোর জন্য ওষুধ খাওয়ানো হয়। এতে বিথি গুরুতর অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন তাকে পাংশা শহরের একটি ক্লিনিকে ভর্তি করেন। চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষার পর জানান, বিথির গর্ভের সন্তান নষ্ট হয়ে গেছে এবং তা ওয়াশ করে বের করতে হয়।


এ ঘটনার পর ৬ মে বিথির মা রাবেয়া বেগম পাংশা মডেল থানায় হাবিব মোল্লা, তার বাবা হাচেন আলী, মা জাহানারা বেগম, বোন হাসি খাতুন ও ভগ্নিপতি ফজলু আলী মোল্লার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।


র‍্যাব-১০ এর কর্মকর্তা শামীম হাসান সরদার জানান, “মামলার প্রধান আসামি হাবিব মোল্লাকে শুক্রবার বিকেলে কালুখালী উপজেলার বাংলাদেশ হাট এলাকা থেকে গ্রেপ্তার করে পাংশা থানায় হস্তান্তর করা হয়েছে।"


কালের সমাজ//র,ন

Side banner