চার দফা দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বর্তমান ও সাবেক শিক্ষার্থী এবং শিক্ষকরা একত্রিত হয়ে শুক্রবার (১৬ মে) দুপুরে সমাবেশ করেছেন। জুমার নামাজের পর দুপুর সোয়া ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান উপদেষ্টার ভবনের উদ্দেশে যাওয়ার সড়কের মুখে এই সমাবেশ শুরু হয়।
সমাবেশে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের অ্যালামনাই ও সাবেক ছাত্রনেতারাও অংশ নেন। বক্তব্যে তারা চলমান দাবিগুলোকে পুরোপুরি যৌক্তিক উল্লেখ করে দ্রুত বাস্তবায়নের দাবি জানান।
সমাবেশে পল্টন থানা জামায়াতে ইসলামীর আমির ও বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী শাহীন আহমেদ খান বলেন, “অন্তর্বর্তী সরকার দ্রুত সময়ের মধ্যে শিক্ষার্থীদের দাবি মেনে না নিলে সাবেক-বর্তমান সবার অংশগ্রহণে আরও বড় আন্দোলন গড়ে তোলা হবে।”
এছাড়া ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মাকসুদুর রহমান বলেন, “দাবিগুলো নতুন নয়। দীর্ঘদিন ধরেই শিক্ষার্থীরা এসব নিয়ে আন্দোলন করছেন। তাই এবার এসব দাবি বাস্তবায়ন না করে উপেক্ষা করলে পরিণতি ভালো হবে না।”
এই নিয়ে টানা তৃতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তবে আজ তারা কাকরাইল মোড়ে অবস্থান না করে মূল সড়কের মুখে অবস্থান নেয়, ফলে কাকরাইল মোড়ে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
চার দফা দাবির মূল পয়েন্ট
১. আবাসন সুবিধা নিশ্চিত না হওয়া পর্যন্ত ৭০% শিক্ষার্থীর জন্য ২০২৫-২৬ অর্থবছর থেকে আবাসন বৃত্তি চালু করা।
২. ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট কাটছাঁট না করে পূর্ণাঙ্গভাবে অনুমোদন।
৩. দ্বিতীয় ক্যাম্পাস প্রকল্প পরবর্তী একনেক সভায় অনুমোদন দিয়ে দ্রুত বাস্তবায়ন।
৪. শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার বিচার।
সমাবেশ থেকে আন্দোলনকারীরা জানান, সরকারের পক্ষ থেকে দাবি পূরণের স্পষ্ট ঘোষণা না আসা পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না। শিক্ষক-শিক্ষার্থী একত্রে এই দাবিতে ঐক্যবদ্ধ আন্দোলনের বার্তা দিয়েছেন।
কালের সমাজ//এ.স//এ.জে
আপনার মতামত লিখুন :