আজ জুমার নামাজের পর থেকে গণঅনশনে বসবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীরা।বৃহস্পতিবার (১৫ মে) রাত সাড়ে ১১টায় কাকরাইল মোড় সড়কে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইস উদ্দিন।
এদিকে, গত ১৪ মে শিক্ষক-শিক্ষার্থীদের ওপর নির্মম পুলিশি হামলার ঘটনায় এই দিনটিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ‘কালো দিবস’ হিসেবে ঘোষণা করা হয়েছে।
অধ্যাপক ড. রইস উদ্দিন জানান, আজ শুক্রবার (১৬ মে) সকাল ১০ টায় সমাবেশ করবেন বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান সকল শিক্ষার্থী। তিনি আরও বলেন, ‘আমরা কাল থেকে প্রতিটি বিভাগের চেয়ারম্যানকে নির্দেশ দিব সিআর গ্রুপে জানিয়ে দেয়ার জন্য, যেন সব বিভাগের সকল সেমিস্টারের শিক্ষার্থীরা আন্দোলনে আসে। কাল থেকে আন্দোলনে এলে শিক্ষার্থীরা সেমিস্টারে এটেনডেন্স পাবে। এছাড়াও শুক্রবার আমরা সকলে বসে সম্মিলিতভাবে সিদ্ধান্ত নেব আগামী দিনের কর্মসূচি কী দেওয়া যায়।’
কালের সমাজ//এসং//র.ন
আপনার মতামত লিখুন :