ঢাকা শুক্রবার, ১৬ মে, ২০২৫, ২ জ্যৈষ্ঠ ১৪৩২

ঈদযাত্রার বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু

কালের সমাজ | নিজস্ব প্রতিবেদক মে ১৬, ২০২৫, ১১:১৫ এএম ঈদযাত্রার বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু

আসন্ন ঈদুল আজহাকে ঘিরে শুরু হয়েছে ঈদযাত্রার প্রস্তুতি। আজ বৃহস্পতিবার (১৬ মে) থেকে শুরু হয়েছে দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রি। ২৯ মে থেকে ঈদের ছুটির যাত্রা শুরু ধরে এই টিকিট বিক্রি শুরু হয়েছে। সকাল ৬টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মিলছে এই টিকিট—কাউন্টার ও অনলাইন, উভয় মাধ্যমেই।


বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সিদ্ধান্ত অনুযায়ী, যাত্রীরা এখন থেকে ঈদের আগের দিনগুলোর (২৯ মে ও পরবর্তী তারিখ) টিকিট সংগ্রহ করতে পারছেন। অনেকে সামাজিক মাধ্যমে ইতোমধ্যে টিকিট সংগ্রহের খবর জানাচ্ছেন। কেউ কেউ ‘আলহামদুলিল্লাহ’ লিখে টিকিট হাতে ছবি পোস্ট করেছেন। যেমন মোহাম্মদ ইমরান নামের একজন ৩ জুনের ঢাকা-রংপুর রুটের টিকিট হাতে পেয়ে নিজের আনন্দ জানিয়েছেন।


ভাড়া নিয়ে নির্দেশনা স্পষ্ট
সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শুভঙ্কর ঘোষ রাকেশ জানান, সরকারি নির্ধারিত ভাড়া তালিকা মেনেই পরিবহন মালিকদের চলতে হবে। অতিরিক্ত ভাড়া নেওয়া যাবে না—এ বিষয়ে সবাইকে নির্দেশ দেওয়া হয়েছে।


তিনি আরও বলেন, “বিআরটিএর নির্ধারিত নীতিমালা অনুযায়ী সব ভাড়া নেওয়া হবে। তবে এসি বাসের ভাড়া সরকার নির্ধারণ না করায় এ ক্ষেত্রে মালিকরা সেবার মান বিবেচনায় ভাড়া ঠিক করেন। তাই এবার মালিকদের বলা হয়েছে—ভাড়া যেন যুক্তিসংগত হয়।”


কিছু পরিবহন শুধুমাত্র অনলাইনে
রাকেশ জানান, কিছু পরিবহন সংস্থা শুধু অনলাইনে টিকিট দিচ্ছে। তাই যাত্রীদের কাউন্টার ছাড়াও সময়মতো অনলাইন চ্যানেলগুলোর খোঁজ রাখতে বলা হয়েছে।


ঈদের সময় ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা বাহিনী, বিআরটিএ ও অন্যান্য সংশ্লিষ্ট সংস্থা নিয়মিত পর্যবেক্ষণ চালাবে বলে জানা গেছে। তীব্র গরম, ভিড় ও যানজটের এই সময় সুষ্ঠু ও সুশৃঙ্খল যাত্রার জন্য সকল পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে।


কালের সমাজ//এসং//র.ন

Side banner