আকাশে উড়ন্ত অবস্থায় পেছনের একটি চাকা খুলে পড়ার পরও সফলভাবে অবতরণ করেছে বাংলাদেশ বিমানের বিজি ৪৩৬ (ড্যাশ ৮-৪০০) ফ্লাইট। শুক্রবার (১৬ মে) দুপুর ২টা ২২ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটি জরুরি ভিত্তিতে অবতরণ করে। ফ্লাইটে থাকা শিশুসহ ৭১ যাত্রী ও সব ক্রু নিরাপদ রয়েছেন বলে নিশ্চিত করেছে বিমান কর্তৃপক্ষ।
দুপুর ১টা ২০ মিনিটে কক্সবাজার বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে উড্ডয়ন করে বিজি ৪৩৬ ফ্লাইটটি।উড্ডয়নের পরপরই পাইলট ঢাকার এটিসিকে জানান যে, একটি চাকা খুলে নিচে পড়ে গেছে এবং জরুরি অবতরণ প্রয়োজন।বার্তা পাওয়ার সঙ্গে সঙ্গেই শাহজালাল বিমানবন্দরে জরুরি অবতরণের জন্য প্রস্তুতি নেয়া হয়—ফায়ার সার্ভিস, মেডিকেল টিমসহ সব ধরনের সহায়তা প্রস্তুত রাখা হয়।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ মহাব্যবস্থাপক এবিএম রওশন কবীর জানান “বিমানের পেছনের একটি চাকা খুলে যাওয়ার পর দ্রুত জরুরি প্রক্রিয়া গ্রহণ করা হয়। পাইলটের দক্ষতায় বিমানটি নিরাপদে অবতরণ করেছে।”
তিনি আরও জানান,“আমাদের ইঞ্জিনিয়ারিং টিম রানওয়ের পাশে standby অবস্থায় ছিল। বিমানের বিশেষজ্ঞরা জানিয়েছেন, এক চাকাতেও এই ধরনের ড্যাশ ৮-৪০০ বিমান অবতরণ করতে সক্ষম।”
এখন পর্যন্ত প্রাথমিক ধারণা অনুযায়ী, টেকনিক্যাল গিয়ার মেকানিজমে সমস্যা থেকেই চাকা খুলে পড়েছে। বিমানের ইঞ্জিনিয়ারিং বিভাগ বিস্তারিত তদন্ত করছে।
বিমান অবতরণের পর যাত্রীরা আতঙ্ক থেকে মুক্ত হয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। কারও কোনো শারীরিক ক্ষতি হয়নি।
এই ধরনের ঘটনা ড্যাশ ৮-৪০০ সিরিজের বিমানে খুবই বিরল। তবে বিশ্বের অন্যান্য দেশে মাঝেমধ্যে দেখা গেছে ল্যান্ডিং গিয়ার সংক্রান্ত সমস্যায় জরুরি অবতরণের ঘটনা।
কালের সমাজ//এ.স//এ.জে
আপনার মতামত লিখুন :