নারায়ণগঞ্জের রূপগঞ্জে মায়ের সঙ্গে ছাদবাগানে গাছে পানি দিতে গিয়ে তিনতলা ভবনের ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত আড়াই বছরের শিশু নাহিদা আক্তার ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।
শুক্রবার (১৬ মে) সন্ধ্যায় উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের মাছিমপুর এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
সে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের মাছিমপুর এলাকার বাসিন্দা সোহেল মিয়ার কন্যা।
প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় মা খাদিজা বেগম শিশুকে সঙ্গে নিয়ে তাদের বাড়ির ছাদে বাগানে পানি দিচ্ছিলেন। এ সময় নাহিদা হঠাৎ অসাবধানতাবশত ছাদের কিনারা থেকে নিচে পড়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা শিশুটিকে দ্রুত উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে চিকিৎসাধীন অবস্থায় রাতেই নাহিদার মৃত্যু হয়।
মর্মান্তিক এই ঘটনার পর এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। শিশুটির পরিবারে চলছে আহাজারি। প্রতিবেশীরা জানান, শিশু নাহিদা ছিল খুবই প্রাণবন্ত ও চঞ্চল। মায়ের সাথে প্রায় প্রতিদিনই ছাদে বাগানে যেত। এমন দুর্ঘটনা কেউ কল্পনাও করেননি।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, “প্রাথমিকভাবে এটি একটি দুর্ঘটনাজনিত মৃত্যু বলেই মনে হচ্ছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।”
শিশু নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানিয়ে স্থানীয়রা বলেন, শহুরে জীবনে ছাদবাগান একটি ইতিবাচক উদ্যোগ হলেও শিশুদের নিরাপত্তা নিশ্চিত না হলে তা মরণফাঁদে পরিণত হতে পারে। ভবনের ছাদে সুরক্ষিত রেলিং এবং শিশুদের প্রতি সদা নজরদারি জরুরি।
কালের সমাজ/এ. আ/ সাএ
আপনার মতামত লিখুন :