ঢাকা শনিবার, ১৭ মে, ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

রূপগঞ্জে ছাত্রদল নেতাদের হত্যার প্রতিবাদে সড়কে বিক্ষোভ সমাবেশ

কালের সমাজ | নারায়ণগঞ্জ প্রতিনিধি মে ১৭, ২০২৫, ১২:১৫ পিএম রূপগঞ্জে ছাত্রদল নেতাদের হত্যার প্রতিবাদে সড়কে বিক্ষোভ সমাবেশ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য, উপজেলা ছাত্রদল নেতা পাভেল, জাহিদুল ইসলাম ও ইমনকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে রূপগঞ্জ উপজেলা ছাত্রদল।


শুক্রবার (১৬ মে) বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা গাউছিয়া এলাকায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি গোলাকান্দাইল গোলচত্বর থেকে শুরু হয়ে বলাইখা এলাকায় গিয়ে সমাবেশে রূপ নেয়। এসময় প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখায় মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়, যার ফলে সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়ে।


সমাবেশে বক্তারা বলেন, “শাহরিয়ার ছিলেন মেধাবী ছাত্র, তার একমাত্র অপরাধ ছিল ছাত্রদল করা। পাভেল, জাহিদ ও ইমনও ছিলেন এলাকার জনপ্রিয় তরুণ সংগঠক। পরিকল্পিতভাবে তাদের হত্যা করা হয়েছে। প্রশাসন বারবার অবহেলা করছে। হত্যাকারীদের এখনও গ্রেফতার করা হয়নি।”


তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, “আগামী ৭২ ঘণ্টার মধ্যে দায়ীদের গ্রেফতার না করলে দেশব্যাপী দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।”


রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক রাকিব হাসান রাজার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন—আশরাফুল ইসলাম হৃদয়, কামরুল হাসান, আলমগীর হোসেন নয়ন, তন্ময় হাসান, দেওয়ান আশিক, ইয়াছিন আরাফাত অপু, দেওয়ান জাইদুল, আলিমুল হাসান, ইমরান নাজির, জুয়েল মাহমুদ, শাওন শাকিল, সেলিম নয়ন, জহির আহমেদ, শামীম খান, আলামিন হোসেন প্রিন্স, জোবায়ের সজিব ও রুহুল আমিন।


উপস্থিত নেতারা বলেন, “এই হত্যাকাণ্ড শুধু ব্যক্তিগত নয়, এটি ছাত্রদলের উপর সুপরিকল্পিত হামলা। এর বিচার না হলে কঠোর আন্দোলন ছাড়া উপায় থাকবে না।”


সমাবেশ থেকে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকেও দ্রুত পরবর্তী কর্মসূচি ঘোষণা করার আহ্বান জানানো হয়।


কালের সমাজ//র.ন

Side banner