ঝিনাইদহের শৈলকুপা উপজেলার আসাননগর এলাকায় মহাসড়কের জায়গা দখল করে নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে সড়ক ও জনপথ বিভাগ (সওজ)। সোমবার সকালে উপজেলা প্রশাসনের সহায়তায় এ অভিযান পরিচালনা করা হয়।
সড়ক বিভাগ সূত্রে জানা গেছে, স্থানীয় বাসিন্দা খায়রুল ইসলাম দীর্ঘদিন ধরে মহাসড়কের জমি দখল করে পাকা স্থাপনা নির্মাণ করছিলেন। বারবার মৌখিক ও লিখিতভাবে সতর্ক করার পরও তিনি নির্মাণ কাজ বন্ধ না করায় সোমবার শৈলকুপা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিরাজুস সালেহীন-এর নেতৃত্বে উচ্ছেদ অভিযান চালানো হয়। অভিযানে পাকা স্থাপনাটি ভেঙে ফেলা হয়।
অভিযানকালে ঝিনাইদহ সড়ক ও জনপথ বিভাগের সহকারী প্রকৌশলী আহসান-উল-কবীর, সার্ভেয়ার সোহেল রানা এবং শৈলকুপা থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
সহকারী প্রকৌশলী আহসান-উল-কবীর বলেন, “মহাসড়কের জায়গা দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনাটি উচ্ছেদ করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অবৈধ দখলের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। জনগণকে অনুরোধ করছি, সড়কের জমিতে কোনো স্থাপনা নির্মাণ থেকে বিরত থাকুন।”
তিনি আরও জানান, সড়কের নিরাপত্তা ও চলাচলের সুবিধার্থে মহাসড়কের আশেপাশে যেকোনো অবৈধ স্থাপনা নির্মাণ বন্ধে নিয়মিত অভিযান চালানো হবে।
কালের সমাজ//এসং//র.ন
আপনার মতামত লিখুন :