পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের তিনটি আবাসিক হলের নাম পরিবর্তন করা হয়েছে। মঙ্গলবার (২০ মে) দুপুরে এক অনাড়ম্বর আয়োজনে কলেজ অধ্যক্ষ প্রফেসর মোঃ আব্দুল আউয়াল মিয়া আনুষ্ঠানিকভাবে নতুন নামফলক উন্মোচন করেন।
নাম পরিবর্তনের ফলে শেখ রাসেল ছাত্রাবাসের নাম হয়েছে বিজয় ২৪ ছাত্রাবাস, বেগম ফজিলাতুন্নেছা ছাত্রীনিবাসের নাম পরিবর্তন করে রাখা হয়েছে আয়েশা সিদ্দিকা (রা:) ছাত্রীনিবাস, এবং সুচিত্রা সেন ছাত্রীনিবাসের নতুন নামকরণ হয়েছে জুলাই ৩৬ ছাত্রীনিবাস।
নামফলক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোহা. আব্দুল খালেক, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর লুৎফর রহমান, যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, হল সুপার ও সহকারী সুপারবৃন্দ এবং ছাত্র সংগঠনের প্রতিনিধিরা।
অনুষ্ঠানে সংশ্লিষ্ট হলসমূহের হল সুপারগণ সভাপতিত্ব করেন। পুরো কার্যক্রমের সমন্বয়কের দায়িত্ব পালন করেন নামফলক তৈরি ও উদ্বোধন কমিটির আহ্বায়ক প্রফেসর মোঃ আবদুল্লাহ আল মামুন।
এ প্রসঙ্গে কলেজ অধ্যক্ষ প্রফেসর মোঃ আব্দুল আউয়াল মিয়া বলেন, "জুলাই বিপ্লব-পরবর্তী প্রেক্ষাপটে শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে এবং একাডেমিক কাউন্সিলের অনুমোদনের ভিত্তিতে হলগুলোর নাম পরিবর্তন করা হয়েছে।" তিনি আরও বলেন, "জুলাই বিপ্লবের চেতনায় উদ্বুদ্ধ হয়ে শিক্ষার্থীদের সততা, দেশপ্রেম ও দক্ষতা বৃদ্ধিতে আত্মনিয়োগ করতে হবে।"
কালের সমাজ//এ.সং//র.ন
আপনার মতামত লিখুন :