ঢাকা সোমবার, ১৪ জুলাই, ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

শৈলকুপায় চাঁদাবাজির প্রতিবাদে ইউপি সদস্যকে হাতুড়িপেটা

কালের সমাজ | ঝিনাইদহ প্রতিনিধি মে ২২, ২০২৫, ০২:০২ পিএম শৈলকুপায় চাঁদাবাজির প্রতিবাদে ইউপি সদস্যকে হাতুড়িপেটা

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার হাকিমপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্য খেলাফত বিশ্বাস চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিবাদ করায় সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। স্থানীয় এক চাঁদাবাজ চক্র তার ওপর এই হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে।


বুধবার (২১ মে) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার গোবিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, একদল সন্ত্রাসী খেলাফত বিশ্বাসকে ঘিরে ধরে হাতুড়ি ও লাঠি দিয়ে নির্মমভাবে পিটিয়ে গুরুতর আহত করে। আহত অবস্থায় তাকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তার শারীরিক অবস্থা অবনতি হলে বৃহস্পতিবার সকালে তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে রেফার্ড করা হয়।


স্বজনদের অভিযোগ, হামলার পর আহত খেলাফতকে হাসপাতালে নিতে গেলে সন্ত্রাসীরা বাধা দেয়। তারা আরও জানান, সম্প্রতি গোবিন্দপুর গ্রামে একটি সোলার প্যানেল কুপিয়ে নষ্ট করার ঘটনায় স্থানীয় মাতব্বররা কোনো প্রমাণ ছাড়াই নিরীহ কৃষক আরিফ মন্ডলকে দায়ী করে শালিশে দুই লাখ টাকা জরিমানা ধার্য করে।


এই একতরফা ও অনিয়মতান্ত্রিক সিদ্ধান্তের বিরোধিতা করেন খেলাফত বিশ্বাস। তিনি বিষয়টি গণমাধ্যমে তুলে ধরেন। এর জের ধরেই তার ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ তার পরিবারের।


পরিবারের দাবি, চাঁদাবাজ চক্রের নেতৃত্বে থাকা উসমান মন্ডল ও তার সহযোগীরা হামলায় সরাসরি জড়িত। এর আগে গত শুক্রবারও উসমান মন্ডল গং আরিফ মন্ডল, তার ভাই ও বৃদ্ধ বাবাকে মারধর করে।


এ বিষয়ে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান জানান, ইউপি সদস্যের ওপর হামলার বিষয়ে শুনেছেন। অভিযোগ পেলে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।


কালের সমাজ//র.ন

Side banner

পথে-প্রান্তরে বিভাগের আরো খবর

Link copied!