জামালপুরের সরিষাবাড়ীতে যৌথবাহিনীর অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার হয়েছেন একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি সুভাষ সরকার (৩৫)। শুক্রবার (২৩ মে) রাতভর অভিযানের পর শনিবার সকালে তাকে পুলিশে হস্তান্তর করা হয়।
গ্রেপ্তারকৃত সুভাষ সরকার সরিষাবাড়ী উপজেলার পিংনা ইউনিয়নের নলসন্ধ্যা গ্রামের মৃত ফজলুল হক ওরফে ফজল মেম্বারের ছেলে।
সেনাবাহিনীর লে. শাহরিয়া তালুকদার রিফাতের নেতৃত্বে পরিচালিত অভিযানে তার বাড়ি থেকে ১১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয় বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, সুভাষ সরকারের বিরুদ্ধে হত্যা, মাদক, নাশকতা ও অবৈধ বালু ব্যবসাসহ চারটি মামলার ওয়ারেন্ট রয়েছে। স্থানীয়দের ভাষ্যমতে, তিনি দীর্ঘদিন ধরে যমুনা নদীতে নৌ-ডাকাতি, মাদক কারবার এবং সহিংস কার্যকলাপের সঙ্গে জড়িত ছিলেন। সম্প্রতি নৌ-ডাকাতির উদ্দেশ্যে একটি স্পিডবোট কিনে যমুনায় চলাচল শুরু করলে আইনশৃঙ্খলা বাহিনী সেটি জব্দ করে।
এ বিষয়ে তারাকান্দি পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ (পরিদর্শক) জসিম উদ্দিন জানান, গ্রেপ্তারকৃত সুভাষ সরকারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তাকে আদালতে সোপর্দ করা হবে।
কালের সমাজ//এসং//র.ন
আপনার মতামত লিখুন :