জামালপুরের সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে চলা অনিয়মের অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
শনিবার (২৪ মে) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত টানা চার ঘণ্টাব্যাপী এ অভিযান পরিচালনা করে দুদক জামালপুর সমন্বিত জেলা কার্যালয়ের একটি দল।
অভিযান সূত্রে জানা যায়, প্রথমে দুদকের একটি দল রোগী সেজে তথ্য সংগ্রহ করে এবং পরে সরাসরি অভিযান পরিচালনা করে। অভিযানে কর্মকর্তাদের অনুপস্থিতি, রোগীদের খাবার কম পরিমাণে বিতরণ, ঔষধ সরবরাহে অনিয়ম এবং কয়েকটি ঠিকাদারি কার্যক্রমে গাফিলতির প্রমাণ পাওয়া যায়।
এ বিষয়ে জামালপুর দুদক কার্যালয়ের উপ-সহকারী পরিচালক জিহাদুল ইসলাম সাংবাদিকদের জানান, সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে নানা অনিয়মের অভিযোগ পাওয়া যাচ্ছিল। সেই অভিযোগের ভিত্তিতেই এ অভিযান পরিচালনা করা হয়।
তিনি আরও বলেন, অভিযানে বিভিন্ন অনিয়মের সত্যতা পাওয়া গেছে। বিস্তারিত তথ্য সংগ্রহ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন পাঠানো হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয়রা দুদকের এই অভিযানে সন্তোষ প্রকাশ করে নিয়ম-শৃঙ্খলা ফিরিয়ে আনার দাবি জানান।
কালের সমাজ//এসং//র.ন
আপনার মতামত লিখুন :