ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের গুলিতে নিহত দুই বাংলাদেশি যুবক ওবাইদুর রহমান ও ওয়াসিমের মরদেহ এক মাস পার হলেও ফেরত আনতে পারেনি বিজিবি। ফলে পরিবারে চলছে শোক ও ক্ষোভ।
গত ২৭ এপ্রিল ভারতে অনুপ্রবেশের সময় ওবাইদুর বিএসএফের গুলিতে নিহত হন এবং মরদেহ ভারতীয় অংশে পড়ে থাকলেও তা ফেরত দেওয়া হয়নি। অন্যদিকে, ৬ এপ্রিল ভারতে প্রবেশের পর নিখোঁজ ওয়াসিমের মরদেহ ১১ এপ্রিল ইছামতি নদীতে ভেসে থাকতে দেখা যায়। বিএসএফ পরে তা নিয়ে যায়।
নিহতদের পরিবার অভিযোগ করেছে, বিজিবির কার্যকর উদ্যোগের অভাবেই মরদেহ ফেরত আনা সম্ভব হয়নি।
৫৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল রফিকুল আলম জানান, মরদেহ দুটি এখন ভারতীয় পুলিশের হেফাজতে রয়েছে। ফেরত আনতে পরিবারের সদস্যদের বৈধ কাগজপত্র নিয়ে ভারতে গিয়ে আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। স্থানীয় প্রশাসনকেও বিষয়টি জানানো হয়েছে।
কালের সমাজ//এসং//র.ন
আপনার মতামত লিখুন :