ঢাকা শনিবার, ০২ আগস্ট, ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২

টাঙ্গাইল সড়কে ঝরল একই পরিবারের ৩ জনের প্রাণ

টাঙ্গাইল প্রতিনিধি জুন ৩, ২০২৫, ০১:৫৯ পিএম টাঙ্গাইল সড়কে ঝরল একই পরিবারের ৩ জনের প্রাণ

টাঙ্গাইলের বাসাইল উপজেলায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে মাইক্রোবাসের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। দুর্ঘটনাটি ঘটে মঙ্গলবার (৩ জুন) সকাল ৯টার দিকে ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের করাতিপাড়া বাইপাস এলাকায়।

বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানান, দ্রুতগামী একটি মাইক্রোবাস সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দিলে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তিনজন মারা যান। দুর্ঘটনার পর কিছু সময় মহাসড়কে যান চলাচল বিঘ্নিত হয়।

পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে প্রশাসন।

 

কালের  সমাজ//এ.স//এ.জে

Side banner

পথে-প্রান্তরে বিভাগের আরো খবর

Link copied!