ঢাকা সোমবার, ০৩ নভেম্বর, ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২

শিবগঞ্জ সীমান্ত দিয়ে ২০ বাংলাদেশিকে পুশ-ইন করেছে বিএসএফ

কালের সমাজ ডেস্ক | জুন ১৮, ২০২৫, ১২:৫২ পিএম শিবগঞ্জ সীমান্ত দিয়ে ২০ বাংলাদেশিকে পুশ-ইন করেছে বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত দিয়ে বাংলাদেশে ২০ জনকে পুশ-ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এদের মধ্যে ৩ জন পুরুষ, ৭ জন নারী ও ১০ জন শিশু রয়েছে।

 

বুধবার (১৮ জুন) ভোর ৪টা ৪৫ মিনিটের দিকে মাসুদপুর বর্ডার অবজারভেশন পোস্টের (বিওপি) আওতাধীন এলাকার সীমান্ত পিলার ৪/৫-১এস-এর নিকট দিয়ে তাদের অনুপ্রবেশ করানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু।

 

তিনি জানান, ভারী বর্ষণ ও প্রতিকূল আবহাওয়ার মধ্যেই সীমান্তের ওই অংশ দিয়ে ২০ জন নারী, পুরুষ ও শিশু সীমান্ত পেরিয়ে প্রবেশ করলে বিজিবির টহল দল তাদের আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, সবাই বাংলাদেশের নাগরিক এবং তাদের বাড়ি কুড়িগ্রাম জেলায়।

 

লেফটেন্যান্ট কর্নেল ফাহাদ মাহমুদ আরও বলেন, আটক ব্যক্তিদের শিবগঞ্জ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। পাশাপাশি এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে বিএসএফের কাছে কড়া প্রতিবাদ জানানো হয়েছে।

 

কালের সমাজ//র.ন

Side banner

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!