ঢাকা সোমবার, ০৩ নভেম্বর, ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২

ডিমলায় সাবেক এমপি তুহিনকে গণসংবর্ধনা

কালের সমাজ ডেস্ক | জুন ২৯, ২০২৫, ০৫:৩৮ পিএম ডিমলায় সাবেক এমপি তুহিনকে গণসংবর্ধনা

দীর্ঘ ১৮ বছর পর স্বদেশ প্রত্যাবর্তন ও কারামুক্তির পর নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সাবেক সংসদ সদস্য, বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এবং নীলফামারী জেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনকে ডিমলায় গণসংবর্ধনা দেওয়া হয়েছে।


শনিবার (২৮ জুন) বিকেলে পেশাজীবী সংগঠনের আয়োজনে ইসলামিয়া কলেজ মিলনায়তনে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ মনোয়ার হোসেন এবং সঞ্চালনায় ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী প্রধান।


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদিউজ্জামান রানা, সহ-সভাপতি আরিফ-উল ইসলাম লিটনসহ অন্যান্য নেতৃবৃন্দ।


এর আগে সকালে ডিসট্রেসড চিলড্রেন অ্যান্ড ইনফ্যান্টস ইন্টারন্যাশনাল (DCI) এবং রাইটস অ্যান্ড সাইট ফর চিলড্রেন (RSC)-এর যৌথ উদ্যোগে আয়োজিত একদিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প এর উদ্বোধন করেন ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন।


ডিমলা বিএমআই কলেজ মাঠে অনুষ্ঠিত এ ক্যাম্পে সৈয়দপুরের মরিয়ম চক্ষু হাসপাতালের একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল শতাধিক মানুষকে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও চিকিৎসা সেবা প্রদান করে।


চক্ষু ক্যাম্প এবং গণসংবর্ধনা অনুষ্ঠানে জেলা, উপজেলা ও ইউনিয়ন-ওয়ার্ড পর্যায়ের বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
স্থানীয়দের মাঝে তুহিনের প্রত্যাবর্তনকে ঘিরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।


কালেরসমাজ//র.ন

Side banner

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!