ঢাকা সোমবার, ১৪ জুলাই, ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

সাতক্ষীরায় পিকআপচাপায় ভ্যানচালকের মর্মান্তিক মৃত্যু

কালের সমাজ | এম রফিক, সাতক্ষীরা প্রতিনিধি জুলাই ৪, ২০২৫, ০৮:১৬ পিএম সাতক্ষীরায় পিকআপচাপায় ভ্যানচালকের মর্মান্তিক মৃত্যু

সাতক্ষীরার সদর উপজেলায় দ্রুতগামী একটি পিকআপের চাপায় সুলতান আলী (৫৬) নামের এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৪ জুলাই) সকাল ৮টার দিকে সদর উপজেলার দহাকুলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত সুলতান আলী আশাশুনি উপজেলার পুরোহিতপুর গ্রামের মৃত ফজর আলীর ছেলে।

 

সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান জানান, সকালে আশাশুনি থেকে ভ্যানে যাত্রী নিয়ে সাতক্ষীরা শহরের দিকে যাচ্ছিলেন সুলতান আলী। পথিমধ্যে দহাকুলা মোড়ে পৌঁছালে পেছন দিক থেকে আসা দ্রুতগামী একটি পিকআপ ভ্যান ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়ে গেলে পিকআপটি তার মাথার উপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

 

দুর্ঘটনার পর পিকআপটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


কারের সমাজ//এসং//র.ন

Side banner

পথে-প্রান্তরে বিভাগের আরো খবর

Link copied!